Ajker Patrika

জেল পুলিশ পরিচয়ে প্রতারণা

বন্দর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০৯: ৫৯
জেল পুলিশ পরিচয়ে প্রতারণা

জেল পুলিশ অফিসার পরিচয়ে প্রতারণা করে ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী। এ ঘটনায় গত শনিবার ফতুল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি। অভিযোগের বিষয়টি তদন্ত করছে ফতুল্লা মডেল থানা-পুলিশ।

ভুক্তভোগী সোয়াইব ইবনে মাহফুজ ফতুল্লার বড় মসজিদ এলাকার মাহফুজুর রহমানের ছেলে। তার বড়ভাই অর্থ ঋণের একটি মামলায় জেলে থাকার সুবাদে এই প্রতারণার জালে আটকান তিনি। এ সময় তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি।

অভিযোগে সোয়াইব জানান, তাঁর বড় ভাই মোফাজ্জল ইবনে মাহফুজ অর্থ ঋণ মামলায় সাজাপ্রাপ্ত হয়ে নারায়ণগঞ্জ কারাগারে রয়েছে। গত ৩ ডিসেম্বর বিকেলে ‘জয়নাল’ নামে এক ব্যক্তি সোয়াইবকে ফোন দিয়ে জেল পুলিশ কর্মকর্তার পরিচয় দেন। তিনি বলেন, সোয়াইবের ভাই জেলে মারামারি করে আরেক কয়েদিকে আহত করেছে। এতে তার বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হবে। মামলা এড়াতে হলে ২০ হাজার টাকা বিকাশে দাবি করেন।

এই কথা শুনে মামলা থেকে বাঁচতে ৩ ধাপে ২০ হাজার টাকা পাঠায় সোয়াইব। এরপর কারাগারে যোগাযোগ করে জানতে পারেন পুরো বিষয়টি সাজানো এবং এমন কোনো ঘটনা ঘটেনি। এরপর থেকে সেই জয়নাল নামে ওই ব্যক্তির ফোন বন্ধ পান তিনি। এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সোয়াইব।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক জাহাঙ্গীর বলেন, ‘অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আমরা কললিস্ট চেক করব। সেই সূত্র ধরে প্রতারকদের শনাক্ত করার চেষ্টা করব। ঘটনার সত্যতা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত