Ajker Patrika

লাল-সবুজে উষ্ণতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১০: ৪১
লাল-সবুজে উষ্ণতা

একটু একটু করে হাওয়া যে শীতল হচ্ছে, তা টের পাওয়া যাচ্ছে বেশ। ঢাকার বাইরে ভারী সোয়েটার আর ঢাকায় সেটা না হলেও হালকা-পাতলা গরম কাপড় পরতে হচ্ছে এখন। ১৬ ডিসেম্বর আসতে আসতে কুয়াশা আরও গভীর হবে, ঠান্ডা পড়বে আরও খানিকটা। তবু কি বিজয়ের উল্লাস থেমে থাকবে বাঙালির? মোটেও না। লাল-সবুজ পোশাক গায়ে জড়িয়ে উৎসবে মেতে উঠবে সবাই। রঙিন সে পোশাকের ওপর মানানসই শীতের পোশাকও থাকবে। প্রয়োজনে মাফলারও গলায় জড়িয়ে নিতে হবে।

কালের ধারাবাহিকতায় সাদামাটা মাফলারের রঙেও বদল এসেছে। নিষ্প্রভ রঙের জায়গায় যোগ হয়েছে উজ্জ্বল রং। নকশায় এসেছে নতুনত্ব। আর দেশীয় ফ্যাশন হাউসগুলোও ইদানীং পোশাকের পাশাপাশি অনুষঙ্গের দিকেও বেশ মনোযোগী হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে দেশীয় ফ্যাশন হাউস কে ক্র্যাফটে এসেছে লাল-সবুজের দুটি উলের মাফলার। বাংলাদেশের মানচিত্রসংবলিত পতাকা ও বাংলাদেশ লেখা মাফলার দুটি নারী-পুরুষ উভয়ের ব্যবহারের উপযোগী।

এ ছাড়া ঢাকার নিউমার্কেট, বঙ্গবাজার, নাভানা প্লাজা, বসুন্ধরা সিটি শপিং মল, গ্র্যান্ড প্লাজা শপিং কমপ্লেক্স, ফার্মগেট, ফরচুন মার্কেট, মৌচাক মার্কেট, রাপা প্লাজা, ইস্টার্ন প্লাস, কর্ণফুলীসহ যেকোনো শীতের পোশাকের দোকানে বিভিন্ন ধরনের মাফলার পাওয়া যাবে। বিজয় দিবসের পোশাকের সঙ্গে মিলিয়ে লাল বা সবুজ বা দুই রঙের মিশেলের মাফলার কিনে নিতে পারেন সেসব মার্কেট থেকে।

১০০-৪০০ টাকার মধ্যে সিঙ্গেল পার্টের মাফলার কেনা যাবে। খানিক ভারী ও চওড়া মাফলারের দাম ৫০০ টাকা বা বেশিও হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

গাজীপুরে ইট দিয়ে সাংবাদিকের পা থেঁতলে দিয়েছে দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত