Ajker Patrika

বিদ্যুৎ পাবে নিঝুম দ্বীপ যাবে সাবমেরিন কেবলে

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩১
বিদ্যুৎ পাবে নিঝুম দ্বীপ যাবে সাবমেরিন কেবলে

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে। এ জন্য হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের মোক্তাইরা ঘাট থেকে দেড় কিলোমিটার সাবমেরিন কেবল স্থাপন করা হচ্ছে। গতকাল বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন হাতিয়ার সাংসদ আয়েশা ফেরদাউস। এই প্রথম সরকারি বিদ্যুৎ সুবিধা পেতে যাচ্ছে পর্যটন সম্ভাবনাময় দ্বীপটি।

উদ্বোধন উপলক্ষে গতকাল সকালে নিঝুম দ্বীপের বন্দরটিলা ঘাটের পাশে সুধী সমাবেশের আয়োজন করা হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে হাতিয়া, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়ায় শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় এর আয়োজন করা হয়।

হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন হাতিয়া, নিঝুম দ্বীপ শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. ফারুক আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যাহ, সাবেক পৌর মেয়র এ কে এম ইউছুফ আলী, জাহাজমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট মৌসুম বিল্লাহ, নিঝুম দ্বীপ ইউপি চেয়ারম্যান মো. দিনাজ উদ্দিন প্রমুখ।

গত বছরের জুলাই মাস থেকে হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। প্রকল্পটি শুধু বিতরণ বিভাগের উন্নয়নে কাজ করবে। এই প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয় ৩৮৪ কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকা। ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি একনেক সভায় তা অনুমোদন করা হয়। বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিউবো)। ইতিমধ্যে ফিলার স্থাপনসহ প্রকল্পের ৫০ ভাগ কাজ দৃশ্যমান। তবে প্রকল্পের প্রায় ১০ ভাগ কাজ বাস্তবায়ন করা হচ্ছে কুতুবদিয়া দ্বীপে বলে জানান প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. ফারুক আহমেদ।

এদিকে উৎপাদনের জন্য চুক্তি করা হয় দেশ এনার্জি লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে। চুক্তি মোতাবেক প্রতিষ্ঠানটি ১৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি প্ল্যান্ট তৈরি করছে হাতিয়ায়। এ জন্য হাতিয়া উপজেলা সদরের দক্ষিণে হরেন্দ্র মার্কেট এলাকায় ১৬ একর জায়গা বরাদ্দ দেওয়া হয় প্রতিষ্ঠানটিকে। ইতিমধ্যে সেখানে অনেক স্থাপনা তৈরি করা হয়েছে। এখন চলছে মূল ইঞ্জিন বসানোর কাজ। প্রথম ধাপে ১৫ বছরের জন্য কোম্পানিটির সঙ্গে চুক্তি করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত