Ajker Patrika

নির্বাচন উপলক্ষে থানা-পুলিশের ব্রিফিং প্যারেড

তানোর প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৪: ১১
নির্বাচন উপলক্ষে থানা-পুলিশের ব্রিফিং প্যারেড

ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গতকাল বুধবার তানোরে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। থানা-পুলিশের আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০টায় নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত জেলা পুলিশ সদস্য ও আরএমপি থেকে আসা পুলিশ সদস্যদের ব্রিফ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিফিং দেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তী। তিনি ডিউটিতে নিয়োজিত (কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই) সব অফিসার-ফোর্সকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং করণীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় ব্রিফিং প্যারেডে আরও উপস্থিত ছিলেন রাজশাহীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) রুবেল আহমেদ, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান, পরিদর্শক (তদন্ত) আব্দুল বারী প্রমুখ।

দ্বিতীয় ধাপে আজ তানোর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদে ভোট হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত