মির্জাপুর প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস মহাসড়ক এলাকায় পল্লীবিদ্যুতের আটটি খুঁটি ভেঙে পড়েছে। গত শনিবার রাত ১টার দিকে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। ওই এলাকায় পানিনিষ্কাশনে ড্রেনেজব্যবস্থা নির্মাণের জন্য খুঁটির গোড়া থেকে মাটি সরিয়ে নিলে খুঁটিগুলো ভেঙে পড়ে। এ ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে পল্লীবিদ্যুৎ সমিতির পক্ষ থেকে।
স্থানীয়রা জানান, মির্জাপুর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ শেষ হয়েছে। মহাসড়কে কাজ করায় বংশাই রোড এলাকায় ড্রেনেজব্যবস্থা বন্ধ হয়ে যায়। ফলে একটু বৃষ্টি হলেই বংশাই রোডে হাঁটুপানি জমে যায়। জলাবদ্ধতা দূর করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের অধীনে বংশাই রোডের ড্রেনেজব্যবস্থা নির্মাণকাজ শুরু হয়। গত শুক্রবার ওই এলাকা থেকে বারোখালী নদী পর্যন্ত ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কাজ শুরু হয়। এ সময় সড়কের পাশে সারি সারি পল্লীবিদ্যুতের খুঁটির গোড়া থেকেও মাটি সরিয়ে নেওয়া হয়। শনিবার রাত ১টার দিকে আটটি খুঁটি হঠাৎ করেই ভেঙে পড়ে। রাত থেকে ওই এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে পল্লীবিদ্যুৎ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন রাতেই ঘটনাস্থলে আসেন। পল্লীবিদ্যুৎ সমিতি বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়।
বংশাই এলাকার বাসিন্দা মাসুদ মিয়া বলেন, ‘রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়ে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। বাইরে এসে দেখি, অনেকগুলো বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। গত শুক্র ও শনিবার ড্রেন নির্মাণের জন্য পল্লীবিদ্যুতের খুঁটির গোড়া থেকে মাটি কেটে নেওয়া হয়। তখন ভেকু অপারেটর কোম্পানির ফোরম্যানকে এভাবে মাটি না কাটার জন্য বলা হয়। কিন্তু তিনি আমাদের কোনো কথা শোনেননি; বরং আমাদের বকাঝকা করেন।’
বাওয়ার কুমারজানী গ্রামের শাফিকুল ইসলাম বলেন, ‘যেভাবে খুঁটির গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া হয়েছে, তাতে খুঁটিগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কিন্তু ইঞ্জিনিয়ার বা ফোরম্যান বিষয়টা কেন বুঝলেন না তা আমাদের মাথায় আসছে না। কোম্পানির ইঞ্জিনিয়ার ও ফোরম্যান অদক্ষ বলে এ দুর্ঘটনা ঘটেছে।’
টাঙ্গাইল পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) আবু সাইম বলেন, ‘মহাসড়কের পাশে ড্রেনেজব্যবস্থা নির্মাণের জন্য মাটি কাটা হয়েছে। ফলে খুঁটি ভেঙে পড়েছে। আমরা দ্রুত বিকল্পভাবে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার ব্যবস্থা করব।’
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনায়েম কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। ভেঙে পড়া খুঁটি সরিয়ে নিতে কোম্পানির বড় একটি হাইড্রোলিক ক্রেন ওই এলাকায় এসে পৌঁছেছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস মহাসড়ক এলাকায় পল্লীবিদ্যুতের আটটি খুঁটি ভেঙে পড়েছে। গত শনিবার রাত ১টার দিকে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। ওই এলাকায় পানিনিষ্কাশনে ড্রেনেজব্যবস্থা নির্মাণের জন্য খুঁটির গোড়া থেকে মাটি সরিয়ে নিলে খুঁটিগুলো ভেঙে পড়ে। এ ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে পল্লীবিদ্যুৎ সমিতির পক্ষ থেকে।
স্থানীয়রা জানান, মির্জাপুর বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ শেষ হয়েছে। মহাসড়কে কাজ করায় বংশাই রোড এলাকায় ড্রেনেজব্যবস্থা বন্ধ হয়ে যায়। ফলে একটু বৃষ্টি হলেই বংশাই রোডে হাঁটুপানি জমে যায়। জলাবদ্ধতা দূর করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক উন্নীতকরণ প্রকল্পের অধীনে বংশাই রোডের ড্রেনেজব্যবস্থা নির্মাণকাজ শুরু হয়। গত শুক্রবার ওই এলাকা থেকে বারোখালী নদী পর্যন্ত ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কাজ শুরু হয়। এ সময় সড়কের পাশে সারি সারি পল্লীবিদ্যুতের খুঁটির গোড়া থেকেও মাটি সরিয়ে নেওয়া হয়। শনিবার রাত ১টার দিকে আটটি খুঁটি হঠাৎ করেই ভেঙে পড়ে। রাত থেকে ওই এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে পল্লীবিদ্যুৎ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন রাতেই ঘটনাস্থলে আসেন। পল্লীবিদ্যুৎ সমিতি বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়।
বংশাই এলাকার বাসিন্দা মাসুদ মিয়া বলেন, ‘রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়ে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। বাইরে এসে দেখি, অনেকগুলো বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। গত শুক্র ও শনিবার ড্রেন নির্মাণের জন্য পল্লীবিদ্যুতের খুঁটির গোড়া থেকে মাটি কেটে নেওয়া হয়। তখন ভেকু অপারেটর কোম্পানির ফোরম্যানকে এভাবে মাটি না কাটার জন্য বলা হয়। কিন্তু তিনি আমাদের কোনো কথা শোনেননি; বরং আমাদের বকাঝকা করেন।’
বাওয়ার কুমারজানী গ্রামের শাফিকুল ইসলাম বলেন, ‘যেভাবে খুঁটির গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়া হয়েছে, তাতে খুঁটিগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কিন্তু ইঞ্জিনিয়ার বা ফোরম্যান বিষয়টা কেন বুঝলেন না তা আমাদের মাথায় আসছে না। কোম্পানির ইঞ্জিনিয়ার ও ফোরম্যান অদক্ষ বলে এ দুর্ঘটনা ঘটেছে।’
টাঙ্গাইল পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) আবু সাইম বলেন, ‘মহাসড়কের পাশে ড্রেনেজব্যবস্থা নির্মাণের জন্য মাটি কাটা হয়েছে। ফলে খুঁটি ভেঙে পড়েছে। আমরা দ্রুত বিকল্পভাবে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার ব্যবস্থা করব।’
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনায়েম কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। ভেঙে পড়া খুঁটি সরিয়ে নিতে কোম্পানির বড় একটি হাইড্রোলিক ক্রেন ওই এলাকায় এসে পৌঁছেছে।
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
২০ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৮ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪