Ajker Patrika

জয় এনেছে জগদ্ধাত্রী

জয় এনেছে জগদ্ধাত্রী

জগদ্ধাত্রী দুই রূপ। ঘরে সে এক রকম, বাইরে আরেক। ঘরের জগদ্ধাত্রী একেবারেই সহজ-সাধারণ মেয়ে। রান্না করে, ঘরদোর গোছায়, হাসিমুখে সবার মন জয় করার চেষ্টা করে। অন্যরা যতই কটু কথা শুনিয়ে যাক না কেন, জগদ্ধাত্রী টুঁ-শব্দটি করে না। অপমান গায়ে না মেখে সহজভাবে সমস্যার সমাধান করে।

কিন্তু এই জগদ্ধাত্রী যখন ঘরের বাইরে যায়, দেখা যায় একেবারে উল্টো রূপ। আগ্রাসী ভূমিকায় পিস্তল হাতে তাড়া করে অপরাধীদের। আসলে সে স্পেশাল ক্রাইম অফিসার। কুখ্যাত সব সন্ত্রাসী তাঁর নামেই কাবু। কিন্তু নিজের এই পরিচয় পরিবারের কাছ থেকে লুকিয়ে রাখে জগদ্ধাত্রী।

এমন গল্প নিয়ে গত ২৯ আগস্ট থেকে জি বাংলায় শুরু হয়েছে ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের প্রচার। সাধারণ এক মেয়ের অসাধারণ হয়ে ওঠার কাহিনি দেখা যাচ্ছে এতে। একান্নবর্তী পরিবারের এক মাতৃহীনা মেয়ে জগদ্ধাত্রী। তাঁকে ঘিরেই তৈরি হয়েছে গল্প। নামভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। জগদ্ধাত্রী দিয়েই টিভি পর্দায় অভিনয়ে অভিষেক হয়েছে অঙ্কিতার।

কলকাতার বাংলা সিরিয়ালে এখন প্রাধান্য পাচ্ছে নারীর জীবনসংগ্রামের গল্প। জগদ্ধাত্রী তেমনই এক গল্প। দুই রূপের জগদ্ধাত্রীকে দারুণ পছন্দ করছেন দর্শক। মাত্র এক মাসেই সিরিয়ালটি টিআরপি তালিকার শীর্ষ দুইয়ে। টিভি অনুষ্ঠানের জনপ্রিয়তার ভিত্তিতে প্রতি সপ্তাহে এই তালিকা তৈরি করা হয়। এ সপ্তাহে শীর্ষ অবস্থানে ‘গৌরী এলো’। এরপরই আছে জগদ্ধাত্রীর নাম।

সিরিয়াল: জগদ্ধাত্রী
অভিনয়: অঙ্কিতা মল্লিক, সৌম্যদীপ মুখোপাধ্যায়
চ্যানেল: জি বাংলা
প্রচার: প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত