Ajker Patrika

হাইকোর্টের আদেশ না মেনে সন্তানকে নিয়ে পালালেন বাবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১০: ২৪
হাইকোর্টের আদেশ না মেনে সন্তানকে নিয়ে পালালেন বাবা

তিন বছরের শিশুসহ আদালতে হাজির হওয়ার কথা ছিল বাবার। কিন্তু তার আগেই শিশুসন্তানকে নিয়ে অস্ট্রেলিয়ায় পালিয়ে গেছেন বাংলাদেশি বাবা শাহিনুর টি আই এম নবী। গতকাল রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানিয়েছে পুলিশ।

আদালতে শিশুর মায়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। মামলাটি গতকাল শুনানিতে ওঠে। শুনানিকালে গুলশান থানার ওসি আবুল হাসান আদালতকে জানান, ১৬ নভেম্বর ওই শিশুকে নিয়ে তার বাবা অস্ট্রেলিয়া চলে গেছেন। আদালত এ বিষয়ে আদেশের জন্য ২৩ নভেম্বর দিন ঠিক করেছেন।

১৬ নভেম্বর বাবা বাংলাদেশি নাগরিক শাহিনুর টি আই এম নবীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একই বিষয়ে ইমিগ্রেশন পুলিশকে এ নিয়ে ব্যবস্থা নিতে বলা হয়। শিশুর মা ভারতীয় নাগরিক সাদিকা সাঈদের রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দেন। গত ২৫ আগস্ট হাইকোর্ট দুই মাসের জন্য ওই শিশুকে ভারতীয় নাগরিক মা সাদিকা সাঈদের হেফাজতে রাখতে আদেশ দেন।

আদেশে বলা হয়, মা ও শিশু মানবাধিকার সংগঠন ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড) ব্যবস্থাপনায় থাকবে। তবে বাংলাদেশি বাবা সপ্তাহে তিন দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিশুর সঙ্গে সময় কাটাতে পারবেন। এই দুই মাস সাদিকা সাঈদের পাসপোর্ট গুলশান থানায় জমা রাখতে বলা হয়।

২০১৭ সালে হায়দরাবাদের সাদিকা শেখ নামে এক নারীকে বিয়ে করেন বারিধারার টি আই এম নবী। বিয়ের পর তাঁরা মালয়েশিয়া বসবাস শুরু করেন। কয়েক মাস পর তাঁরা ঢাকায় ফিরে আসেন। এরই মধ্যে ওই দম্পতির কোলজুড়ে আসে এক ছেলেসন্তান। করোনাকালে তাঁদের সম্পর্কের টানাপোড়েনের একপর্যায়ে বিচ্ছেদ হয়। এর মধ্যে সাদিকাকে ডিভোর্স দেন নবী। পরে একটি মানবাধিকার সংগঠন হাইকোর্টে রিট করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত