Ajker Patrika

মাছের ঘেরে মিলল মুদি দোকানির লাশ

মনিরামপুর প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৪: ৩৮
মাছের ঘেরে মিলল মুদি দোকানির লাশ

মনিরামপুরে মাছের ঘের থেকে বিল্লাল হোসেন নামের এক মুদিদোকানির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মণপুর এলাকার উজ্জ্বল নামের এক ব্যক্তির মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশসহ ঘেরের পাড়ে পড়ে থাকা বিল্লালের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করে।

বিল্লাল হোসেন লক্ষ্মণপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে বলে জানা গেছে। তাঁর চারটি মেয়ে রয়েছে। স্থানীয় নেংগুড়াহাট বাজারে তাঁর মুদি দোকান রয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ব্যবসা চালাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গিয়েছিলেন বিল্লাল। এ নিয়ে স্ত্রী আমেনা খাতুনের সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। গত শুক্রবার বিকেলে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় বিল্লালের। এরপর তিনি দোকানে চলে যান। রাতে সেখান থেকে আর ফেরেননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে গতকাল বিকেলে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে উজ্জ্বল নামের এক ব্যক্তির মাছের ঘেরে স্বামীর ভাসমান লাশ দেখতে পান আমেনা।

রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের দায়ে ও স্ত্রীর সঙ্গে অভিমান করে বিল্লাল বিষ পান করে আত্মহত্যা করেছেন।’’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত