Ajker Patrika

ঘূর্ণিঝড়ের ক্ষতি পুষিয়ে নিতে পেঁয়াজে ঝোঁক চাষিদের

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা)
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১১: ১০
ঘূর্ণিঝড়ের ক্ষতি পুষিয়ে নিতে পেঁয়াজে ঝোঁক চাষিদের

মাগুরার শ্রীপুরে পেঁয়াজ চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। দাম ভালো পাওয়ায় এবং ঘূর্ণিঝড় যাওয়াদের প্রভাবে চৈতালি ফসলের ক্ষতি পুষিয়ে নিতে পেঁয়াজ চাষে ঝুঁকছেন অনেকেই।

সরেজমিন দেখা যায়, মাঠের পর মাঠ প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে দল বেঁধে পেঁয়াজের চারা রোপণ করছেন শ্রমিকেরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ কাজ। পেঁয়াজের চারা রোপণে যথেষ্ট সময়ের প্রয়োজন। তাই অল্প সময়ে দ্রুত সময়ের মধ্যে চারা রোপণে অনেক শ্রমিকের প্রয়োজন হয়। অপর দিকে চারাগুলো বাঁচিয়ে রাখতে রোপণের পরপরই প্রয়োজন পড়ে সেচের।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, গত বছর উপজেলার ৬ হাজার ৩৫০ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছিল। এ বছর ৬ হাজার ৩৫০ হেক্টর জমি পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত ৫ হাজার ৩৩৫ হেক্টর জমি পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এ ছাড়া প্রদর্শনী প্লটের আওতায় ৫ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। উপজেলায় বেশি চাষ হয়েছে উফসি জাতের লাল তীর কিং। ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে বীজ তলার ব্যাপক ক্ষতি হলেও এরই মধ্যে কৃষক এ সমস্যা কাটিয়ে উঠেছে। আবহাওয়া অনুকূলে থাকলে ও প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষক এ বছর পেঁয়াজের ভালো ফলন পাবে। এ অঞ্চলের মাটি পেঁয়াজ চাষের জন্য বেশ উপযোগী।

উপজেলার দরিবিলা গ্রামের পেঁয়াজ চাষি ফিরোজ মোল্যা বলেন, গত বছর পেঁয়াজের আশানুরূপ দাম পেয়েছি। এ বছরও পেঁয়াজের ভালো দাম পাবো এমনটাই আশা করছি। তবে পেঁয়াজ চাষে প্রচুর খরচ। দাম বেশি হলে লাভবান হবো।

উপজেলার চন্ডিখালি গ্রামের পেঁয়াজ চাষি ইমরান হোসেন বলেন, আমি প্রতি বছরই পেঁয়াজের চাষ করে আসছি। কোনো বছর দাম ভালো পাই, আবার কোনো বছর দাম কম পাই। গত বছর পেঁয়াজের ভালো দাম পেয়েছি। এ বছরও ভালো দামের আশায় পেঁয়াজ চাষ আরও বাড়িয়েছি।

উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নিপা বলেন, পেঁয়াজ কৃষকদের অর্থকারী ফসলের মধ্যে অন্যতম। এ অঞ্চলের মাটি পেঁয়াজ চাষে বেশ উপযোগী। কৃষি কর্মকর্তারা সব সময় কৃষকদের পরামর্শ দিয়ে আসছে।

প্রণোদনার আওতায় বিনা মূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে। আশা করছি এ বছর ভালো ফলন ও দাম পাবেন কৃষকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত