Ajker Patrika

৯ বছর পর স্ত্রীকে পেলেন স্বামী

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৫: ৫০
Thumbnail image

জয়পুরহাট থেকে নিখোঁজ হওয়ার নয় বছর পর টাঙ্গাইলের মির্জাপুর থেকে স্ত্রী আফরোজা বেগমকে (৫৫) খুঁজে পেলেন স্বামী লুৎফর রহমান। গতকাল সোমবার সকালে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হকের সহযোগিতায় স্ত্রীকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। এ সময় লুৎফর রহমানের মেয়ের জামাই মানিক মিয়া সঙ্গে ছিলেন। লুৎফর রহমানের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কলিন্দরপুর গ্রামে।

লুৎফর রহমান জানান, ২৫ বছর আগে সন্তান হওয়ার পর হঠাৎ তাঁর স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। অতিরিক্ত কথা বলা, এলোমেলো কাজকর্মসহ অস্বাভাবিক আচরণ করতে থাকেন। আর্থিক অনটনের পরও নিজের ও গ্রামবাসীর সহযোগিতায় কবিরাজি ও ডাক্তারি চিকিৎসা করা হয়। কিন্তু তাতেও ভালো হননি। নয় বছর আগে আফরোজা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁদের ধারণা ছিল আফরোজা বেগম হয়তো মারা গেছেন।

কিন্তু গত রোববার এক ইউপি সদস্য জানান, আফরোজা বেগমকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় পাওয়া গেছে। পরে পাঁচবিবি থানায় গেলে ভিডিও কলের মাধ্যমে দেখানো হলে লুৎফর রহমান নিশ্চিত হন যে ওই নারীই তাঁর হারিয়ে যাওয়া স্ত্রী। পরে লুৎফর রহমান, তাঁর মেয়ের জামাই ও শ্যালকের বউকে নিয়ে রোববার সকালে মির্জাপুর এসে পৌঁছান।

ওসি শেখ রিজাউল হক বলেন, স্থানীয় সামাজিক সংগঠনের ‘মানবতায় আমরা’ কয়েকজন সদস্য রোববার সকালে অসুস্থ ওই বৃদ্ধাকে রাস্তায় পড়ে থাকতে দেখে থানায় নিয়ে আসেন। পরে তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। বৃদ্ধার সঙ্গে কথা বলে ঠিকানা জানতে চাইলে সে জানায়, তাঁর বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায়। পরে পাঁচবিবি থানায় অসুস্থ আফরোজা বেগমের নাম ঠিকানা ও ছবি পাঠানো হলে তারা তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ করে ঠিকানা নিশ্চিত করে।

সংগঠনের সদস্য সুকান্ত সরকার বলেন, রোববার সকালে তিনি মির্জাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এক বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁর ছবি তুলে ফেসবুকে পোস্ট দিলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নজরে আসে। তিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা খাইরুল ইসলামকে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে সমাজসেবা কর্মকর্তা পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর জন্য থানায় নিয়ে যেতে বলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত