মির্জাপুর প্রতিনিধি
জয়পুরহাট থেকে নিখোঁজ হওয়ার নয় বছর পর টাঙ্গাইলের মির্জাপুর থেকে স্ত্রী আফরোজা বেগমকে (৫৫) খুঁজে পেলেন স্বামী লুৎফর রহমান। গতকাল সোমবার সকালে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হকের সহযোগিতায় স্ত্রীকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। এ সময় লুৎফর রহমানের মেয়ের জামাই মানিক মিয়া সঙ্গে ছিলেন। লুৎফর রহমানের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কলিন্দরপুর গ্রামে।
লুৎফর রহমান জানান, ২৫ বছর আগে সন্তান হওয়ার পর হঠাৎ তাঁর স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। অতিরিক্ত কথা বলা, এলোমেলো কাজকর্মসহ অস্বাভাবিক আচরণ করতে থাকেন। আর্থিক অনটনের পরও নিজের ও গ্রামবাসীর সহযোগিতায় কবিরাজি ও ডাক্তারি চিকিৎসা করা হয়। কিন্তু তাতেও ভালো হননি। নয় বছর আগে আফরোজা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁদের ধারণা ছিল আফরোজা বেগম হয়তো মারা গেছেন।
কিন্তু গত রোববার এক ইউপি সদস্য জানান, আফরোজা বেগমকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় পাওয়া গেছে। পরে পাঁচবিবি থানায় গেলে ভিডিও কলের মাধ্যমে দেখানো হলে লুৎফর রহমান নিশ্চিত হন যে ওই নারীই তাঁর হারিয়ে যাওয়া স্ত্রী। পরে লুৎফর রহমান, তাঁর মেয়ের জামাই ও শ্যালকের বউকে নিয়ে রোববার সকালে মির্জাপুর এসে পৌঁছান।
ওসি শেখ রিজাউল হক বলেন, স্থানীয় সামাজিক সংগঠনের ‘মানবতায় আমরা’ কয়েকজন সদস্য রোববার সকালে অসুস্থ ওই বৃদ্ধাকে রাস্তায় পড়ে থাকতে দেখে থানায় নিয়ে আসেন। পরে তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। বৃদ্ধার সঙ্গে কথা বলে ঠিকানা জানতে চাইলে সে জানায়, তাঁর বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায়। পরে পাঁচবিবি থানায় অসুস্থ আফরোজা বেগমের নাম ঠিকানা ও ছবি পাঠানো হলে তারা তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ করে ঠিকানা নিশ্চিত করে।
সংগঠনের সদস্য সুকান্ত সরকার বলেন, রোববার সকালে তিনি মির্জাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এক বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁর ছবি তুলে ফেসবুকে পোস্ট দিলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নজরে আসে। তিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা খাইরুল ইসলামকে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে সমাজসেবা কর্মকর্তা পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর জন্য থানায় নিয়ে যেতে বলেন।
জয়পুরহাট থেকে নিখোঁজ হওয়ার নয় বছর পর টাঙ্গাইলের মির্জাপুর থেকে স্ত্রী আফরোজা বেগমকে (৫৫) খুঁজে পেলেন স্বামী লুৎফর রহমান। গতকাল সোমবার সকালে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হকের সহযোগিতায় স্ত্রীকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। এ সময় লুৎফর রহমানের মেয়ের জামাই মানিক মিয়া সঙ্গে ছিলেন। লুৎফর রহমানের বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কলিন্দরপুর গ্রামে।
লুৎফর রহমান জানান, ২৫ বছর আগে সন্তান হওয়ার পর হঠাৎ তাঁর স্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। অতিরিক্ত কথা বলা, এলোমেলো কাজকর্মসহ অস্বাভাবিক আচরণ করতে থাকেন। আর্থিক অনটনের পরও নিজের ও গ্রামবাসীর সহযোগিতায় কবিরাজি ও ডাক্তারি চিকিৎসা করা হয়। কিন্তু তাতেও ভালো হননি। নয় বছর আগে আফরোজা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁদের ধারণা ছিল আফরোজা বেগম হয়তো মারা গেছেন।
কিন্তু গত রোববার এক ইউপি সদস্য জানান, আফরোজা বেগমকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় পাওয়া গেছে। পরে পাঁচবিবি থানায় গেলে ভিডিও কলের মাধ্যমে দেখানো হলে লুৎফর রহমান নিশ্চিত হন যে ওই নারীই তাঁর হারিয়ে যাওয়া স্ত্রী। পরে লুৎফর রহমান, তাঁর মেয়ের জামাই ও শ্যালকের বউকে নিয়ে রোববার সকালে মির্জাপুর এসে পৌঁছান।
ওসি শেখ রিজাউল হক বলেন, স্থানীয় সামাজিক সংগঠনের ‘মানবতায় আমরা’ কয়েকজন সদস্য রোববার সকালে অসুস্থ ওই বৃদ্ধাকে রাস্তায় পড়ে থাকতে দেখে থানায় নিয়ে আসেন। পরে তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। বৃদ্ধার সঙ্গে কথা বলে ঠিকানা জানতে চাইলে সে জানায়, তাঁর বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায়। পরে পাঁচবিবি থানায় অসুস্থ আফরোজা বেগমের নাম ঠিকানা ও ছবি পাঠানো হলে তারা তাঁর স্বামীর সঙ্গে যোগাযোগ করে ঠিকানা নিশ্চিত করে।
সংগঠনের সদস্য সুকান্ত সরকার বলেন, রোববার সকালে তিনি মির্জাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এক বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁর ছবি তুলে ফেসবুকে পোস্ট দিলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নজরে আসে। তিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা খাইরুল ইসলামকে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে সমাজসেবা কর্মকর্তা পুনর্বাসন কেন্দ্রে পাঠানোর জন্য থানায় নিয়ে যেতে বলেন।
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
১৭ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৮ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪