Ajker Patrika

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি: স্বল্প খরচে গুণগত শিক্ষাই মূল লক্ষ্য

জুবায়ের আহম্মেদ
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৩: ৪৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি: স্বল্প খরচে গুণগত শিক্ষাই মূল লক্ষ্য

বিদেশি বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের বহিঃপ্রবাহ রোধ করার জন্য বাংলাদেশ সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ প্রণয়ন করেছে, যা দেশের অভ্যন্তরে শিক্ষার সুযোগ বৃদ্ধি করেছে। ২০০৩ সালের ২১ জুলাই বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২-এর সঙ্গে সংগতি রেখে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনার অনুমোদন দেয়। এরপর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ২০০৩ সালের সেপ্টেম্বরে শিক্ষার্থীদের জন্য তার দরজা খুলে দেয়।

স্নাতকে শিক্ষার্থীরা নিম্নলিখিত প্রোগ্রামে ভর্তি হতে পারবেন:

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ 

  • বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং-১৪৬ ক্রেডিট

ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ (ইসিই)

  • বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-১৪০ ক্রেডিট
  • বিএসসি ইন ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-১৪০ ক্রেডিট
  • বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)-১৪০ ক্রেডিট

ব্যবসায় বিভাগ

  • ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ)-১২৩ ক্রেডিট

ইংরেজি বিভাগ

  • ইংরেজিতে বিএ-১২০ ক্রেডিট
  • অর্থনীতিতে বিএসএস-১২০ ক্রেডিট

স্নাতকোত্তরে শিক্ষার্থীরা নিম্নলিখিত প্রোগ্রামে ভর্তি হতে পারবেন:

ব্যবসায় বিভাগ

  • এমবিএ (নিয়মিত)-৬০ ক্রেডিট
  • এমবিএ (এক্সিকিউটিভ)-৪৫ ক্রেডিট

স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স

  • ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে (ইএলটি) এমএ-৩৬ ক্রেডিট
  • অর্থনীতিতে এমএসএস-৩০ ক্রেডিট

 খরচ কেমন? 
বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এইচএসসি পাস শিক্ষার্থীদের জন্য খরচ ৩ লাখ ৬৬ হাজার টাকা ও ডিপ্লোমাধারীদের জন্য খরচ ৩ লাখ ৬ হাজার, বিএসসি ইন সিএসইতে এইচএসসি পাস শিক্ষার্থীদের জন্য খরচ ৩ লাখ ৫৪ হাজার ও ডিপ্লোমাধারীদের জন্য খরচ একই, বিএসসি ইন ইইইতে এইচএসসি পাস শিক্ষার্থীদের জন্য খরচ ৩ লাখ ৫৪ হাজার ও ডিপ্লোমাধারীদের জন্য খরচ ৩ লাখ ১৯ হাজার, বিএসসি ইন ইটিইতে এইচএসসি পাস শিক্ষার্থীদের জন্য খরচ ৩ লাখ ৫৪ হাজার ও ডিপ্লোমাধারীদের জন্য খরচ ১ লাখ ৬৪ হাজার ২০০, বিবিএতে খরচ ২ লাখ ৯৪ হাজার, বিএ ইন ইংলিশ ও বিএসএস ইন ইকোনমিকসে খরচ ২ লাখ ৮৮ হাজার টাকা। এইচএসসি ও ডিপ্লোমা রেজাল্টের ওপর ভিত্তি করে টিউশন ফি-তে ওয়েভার বা ছাড় রয়েছে (১০% থেকে ১০০%) পর্যন্ত। এ ছাড়া নারী শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরাও ২০ শতাংশ বিশেষ ছাড় পাবেন। অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন সিব্লিংস/ স্পাউস/গ্রুপভিত্তিক ভর্তির ক্ষেত্রেও।

বৃত্তি ও আর্থিক সুবিধা
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নানা ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে। স্নাতক প্রোগ্রামের নিয়মিত শিক্ষার্থীদের শতভাগ ছাড়ের (ওয়েভার) জন্য শিক্ষার্থীকে অবশ্যই প্রতি সেমিস্টারে সিজিপিএ ৩.২৫ বজায় রাখতে হবে। দ্বিতীয় সেমিস্টারের পর যদি সিজিপিএ ৩.২৫-এর নিচে নেমে যায়, তাহলে ছাড় (ওয়েভার) পাবেন না। যদি একজন শিক্ষার্থী সিজিপিএ ৩.২৫ অর্জন করেন, তাহলে ছাড়টি আবার বহাল থাকবে। মাস্টার্স প্রোগ্রামের জন্য টিউশন ফিতে ছাড় (ওয়েভার) পেতে শিক্ষার্থীকে অবশ্যই সিজিপিএ ৩.০০ বজায় রাখতে হবে প্রতি সেমিস্টারে। দ্বিতীয় সেমিস্টারের পরে সিজিপিএ ৩.০০-এর নিচে নেমে যায়, তাহলে কোনো ধরনের ছাড় (ওয়েভার) পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না। যদি একজন ছাত্র পুনরায় সিজিপিএ ৩.০০ অর্জন করেন, তবে তার ছাড় পুনর্বহাল করা হবে। মুক্তিযোদ্ধা কোটার অধীনে শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ অব্যাহত রাখার জন্য প্রত্যেক সেমিস্টারে শিক্ষার্থীকে অবশ্যই সিজিপিএ ২.৫০ বজায় রাখতে হবে। যদি সিজিপিএ ২.৫০-এর নিচে নেমে যায়, তাহলে তাঁর ছাড় (ওয়েভার) বাতিল করা হবে। পুনরায় সিজিপিএ ২.৫০ অর্জন করলে ছাড়টি পুনর্বহাল করা হবে। তবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ছাড় শর্ত প্রযোজ্য হবে না। 

সুযোগ-সুবিধা
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রয়েছে উন্নতমানের ল্যাবরেটরির সুবিধা। লাইব্রেরিতে আছে নতুন নতুন বই, পাবলিকেশনস ও জার্নাল। ছেলে ও মেয়েশিক্ষার্থীদের জন্য রয়েছে পৃথক কমন রুম ও নামাজের রুম। প্রতিটি শ্রেণিকক্ষে রয়েছে ইন্টারনেট সুবিধাসহ মাল্টিমিডিয়া ক্লাসরুম। তাদের যুগের সঙ্গে তাল মিলিয়ে আপডেট কারিকুলামে পড়ানো হয়। এ ছাড়া সমৃদ্ধ কম্পিউটার ল্যাবরেটরি তো রয়েছেই। শিক্ষার্থীদের জন্য পার্ট-টাইম এবং পাস করার পর ফুল টাইম চাকরির ব্যবস্থা করা হয়ে থাকে। 

সহশিক্ষা কার্যক্রম
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সহশিক্ষা কার্যক্রমকে গুরুত্ব দিয়ে থাকে। ইউনিভার্সিটিতে সহশিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে অফিস অব দ্য স্টুডেন্টস অ্যাফেয়ার্স অ্যান্ড ক্যারিয়ার সার্ভিসেস অফিসের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে বেশ কয়েকটি ক্লাব। এর মধ্যে জব সিকার্স ক্লাব, বিজনেস ক্লাব, ইসিই ক্লাব, সোশ্যাল সার্ভিস ক্লাব, স্পোর্টস ক্লাব, কালচারাল ক্লাব, সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব ইত্যাদি। এ ছাড়া ইংরেজিতে কমিউনিকেশন দক্ষতা বাড়াতে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত