Ajker Patrika

কর্মদক্ষতায় নারীদের এগিয়ে যাওয়ার প্রত্যয়

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৯ মার্চ ২০২২, ১৪: ৩৭
কর্মদক্ষতায় নারীদের এগিয়ে যাওয়ার প্রত্যয়

সারা দেশের মতো ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতা আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যে বাগেরহাট, গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ীতে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে।

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শহরের এসিলাহা মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ডেপুটি সিভিল সার্জন হাবিবুর রহমান, জাতীয় মহিলা সংস্থা বাগেরহাটের চেয়ারম্যান শরিফা খানম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিজিয়া পারভীন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সুমিতাই ইয়াসমিন প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণী নারীদের সম্মাননা দেওয়া হয়।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শেখ ফজলুল হক মনি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার (এসপি) আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন নাহার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আলতাফ হোসেন উপস্থিত ছিলেন।

ভাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের ভাঙ্গায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ইসহাক মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান পারুলি বেগম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামশেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কণ্ডু, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন প্রমুখ।

বালিয়াকান্দি (রাজবাড়ী): আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দিকে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) (ভারপ্রাপ্ত) হাসিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ফারুক, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত