Ajker Patrika

ঝড়ে ফসল, ঘরবাড়ির ক্ষতি

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১: ৩৩
ঝড়ে ফসল, ঘরবাড়ির ক্ষতি

লালমনিরহাটে ঝড়ে উঠতি ফসলসহ চরাঞ্চলের ঘর-বাড়িতে ব্যাপক ক্ষতি হয়েছে। গত শুক্রবার এই ঝড় ও শিলাবৃষ্টি হয়।

শুক্রবার বিকেলে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড় হাওয়া শুরু হয়। ঝড়ে উপড়ে পড়ে বেশ কিছু গাছপালা। ভেঙে গেছে তিস্তা আর ধরলা নদীর তীরবর্তী চরাঞ্চলের বেশ কিছু ছিন্নমূল পরিবারের ঘর বাড়ি। ঘর বাড়ি রক্ষা করতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।

দমকা হাওয়া ও বিক্ষিপ্ত শিলাবৃষ্টিতে আলু, ভুট্টা, গম, তামাকসহ বিভিন্ন সবজি খেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝরে পড়েছে লিচু ও আমের মুকুল।

পাটগ্রাম ও কালীগঞ্জ উপজেলায় বিক্ষিপ্তভাবে হালকা শিলাবৃষ্টি হয়েছে। দমকা হাওয়ায় গাছ উপড়ে গেছে এবং বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তিস্তা চরাঞ্চলের কালমাটি গ্রামের আব্দুল হক বলেন, ‘দমকা বাতাসে ঘর বাড়ির বেড়া উড়ে গেছে। গাছ পড়ে এই গ্রামের অনেকের ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে।’

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামীম আশরাফ বলেন, ‘ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের খোঁজ খবর নিতে বলা হয়েছে। কেউ ক্ষতিগ্রস্ত হলে তাঁদের পুনর্বাসন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত