Ajker Patrika

৮ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৯ মে ২০২২, ০৯: ৫৭
৮ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ময়মনসিংহ নগরী ও ভালুকা উপজেলায় গতকাল শনিবার অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। অভিযানে আটটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এই অভিযান চালানো হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

ময়মনসিংহ: স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার ৭২ ঘণ্টার শেষ দিনে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে ময়মনসিংহে। গতকাল বিকেলে নগরের চরপাড়া এলাকায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন সিভিল সার্জন মো. নজরুল ইসলাম। অভিযানে অনুমোদন না থাকায় একটি নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালাসহ আরও পাঁচটি ক্লিনিকের অস্ত্রোপচার কক্ষ বন্ধ করে দেওয়া হয়েছে।

নগরীর চরপাড়া এলাকায় অবস্থিত মুন ডায়াগনস্টিক সেন্টার, রেনেসাঁ হাসপাতাল, সিটি হাসপাতাল, শাপলা নার্সিং হোম, লাবীব হাসপাতাল, স্পন্দন ডায়াগনস্টিক সেন্টার ও হিকমত কার্ডিয়ালে অভিযান পরিচালনা করেন সিভিল সার্জন নজরুল ইসলামসহ সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা। অভিযানে সিটি হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়। এ ছাড়া যথাযথ কাগজ দেখাতে না পারা এবং চিকিৎসক না থাকায় বাকি ছয়টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে আগামী তিন দিনের মধ্যে ভর্তি থাকা রোগীদের সরিয়ে নিতে বলা হয়েছে এবং অপারেশন থিয়েটার বন্ধ করে দেওয়া হয়েছে।

অভিযানের পরিচালনার একপর্যায়ে সিভিল সার্জন নজরুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘ময়মনসিংহ নগরীতে দুই শতাধিকের মতো ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। ইতিমধ্যে আমরা ময়মনসিংহের অনুমোদনহীন ও অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের তালিকা তৈরি করেছি। তালিকা ধরে আমরা নিয়মিত ওই সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব।’

এ কর্মকর্তা আরও বলেন, ‘অভিযানের প্রস্তুতি নিতে একটু সময় লাগায় ৭২ ঘণ্টার শেষ দিনে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকে অভিযান শেষে স্বাস্থ্য অধিদপ্তরকে বিষয়গুলো জানানোর পর তারা যদি বলে তাহলে অভিযান অব্যাহত রাখা হবে। এ ছাড়া আমাদের অভিযান চলমান থাকবে।’

ভালুকা: স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে ভালুকা সদরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেনের নেতৃত্বে অনুমোদনহীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে গতকাল শনিবার অভিযান চালানো হয়। এ দিন ১২টি ডায়াগনস্টিক সেন্টার ও দুটি প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাতটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, চারটি সাময়িক বন্ধ ও তিনটিকে নবায়ন করার সুযোগ দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে এ অভিযান শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মেহেদী হান্নান, স্যানিটারি ইন্সপেক্টর মিজানুর রহমান, ভালুকা মডেল থানার উপপরিদর্শক নুর কাশেম, সহকারী উপপরিদর্শক বিলাশ সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত