সম্পাদকীয়
এসএসসি পরীক্ষায় সবচেয়ে খারাপ হলো বাংলা। ভাবসম্প্রসারণ যা দেওয়া হয়েছিল, সেটা নোট বইয়ে যেভাবে লেখা আছে তার বিপরীত জায়গা থেকে তুলে ধরেছেন সাঈদ হায়দার। এখন নম্বর যদি কম পান, তাহলে ডাক্তারি পড়া হয়ে উঠবে না।
অস্থির হয়ে আছেন তিনি। মা যখন ছেলের অস্থিরতা বুঝতে পারলেন, তখন বাবাকে বলে কলকাতা যাওয়ার ব্যবস্থা করে দিলেন। সঙ্গে দিলেন বাল্যবন্ধু ড. রাধা বিনোদ পালকে একটি চিঠি লিখে। ড. পাল তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
চিঠিতে শুধু কুশল সংবাদ ছিল। পরীক্ষার ব্যাপার-স্যাপার ছিল না। তাই রাধা বিনোদ পাল বা সাঈদ হায়দারের কাকাবাবুর বিডেন স্ট্রিটের বাসভবনে গিয়ে যখন হাজির হলেন সাঈদ হায়দার, তখন বিষয়টি নিয়ে কথা বলতে সংকোচ হচ্ছিল তাঁর। কথাবার্তা বলে ওপরে পাঠিয়ে দিলেন কাকিমার কাছে। সেখানে জুটল লুচি-তরকারি আর মিষ্টান্ন। আবার ড. পাল বা কাকাবাবুর কাছে ফিরে এলে তিনি পড়াশোনার বিষয়ে যখন জিজ্ঞেস করলেন, তখন সবিস্তারে সংকটের কথা জানালেন সাঈদ হায়দার। বাবু খগেন্দ্রনাথ মিত্রের হাতে ছিল সাঈদ হায়দারের খাতা। কাকাবাবু কিছুদিন আগে এক্সামিনারদের সভায় বলেছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা বদনাম আছে—পরীক্ষকেরা আগাম ফল বলে দেন। সেটা বন্ধ করা দরকার।
সাঈদ হায়দারের বিষয়টি যাচাই করতে গেলে পরীক্ষা হয়ে যাবে, শিক্ষকেরা তাঁর পরামর্শ মেনে চলেন কি না। নির্দেশ মানা হলে নম্বর আগাম জানতে পারবেন না, নির্দেশ মানা না হলে সাঈদ হায়দার জেনে যাবেন বাংলায় তিনি কত পেয়েছেন।
দুদিনের মধ্যে সেই ফল জানতে না পেরে মন খারাপ করে বাড়ি ফিরে এসেছেন সাঈদ হায়দার। এরপর মেজদা কলকাতায় থেকে সাত দিন পর খবর পাঠালেন, ‘পাস করেছ প্রথম বিভাগে।’
মনের আশা পূর্ণ হবে এবার!তবে এটাও বোঝা গেল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পরীক্ষার আগে তখনো রেজাল্ট ফাঁস করে দিতেন।
সূত্র: ডা. সাঈদ হায়দার, পিছু ফিরে দেখা, পৃষ্ঠা ১৮৬-১৮৮
এসএসসি পরীক্ষায় সবচেয়ে খারাপ হলো বাংলা। ভাবসম্প্রসারণ যা দেওয়া হয়েছিল, সেটা নোট বইয়ে যেভাবে লেখা আছে তার বিপরীত জায়গা থেকে তুলে ধরেছেন সাঈদ হায়দার। এখন নম্বর যদি কম পান, তাহলে ডাক্তারি পড়া হয়ে উঠবে না।
অস্থির হয়ে আছেন তিনি। মা যখন ছেলের অস্থিরতা বুঝতে পারলেন, তখন বাবাকে বলে কলকাতা যাওয়ার ব্যবস্থা করে দিলেন। সঙ্গে দিলেন বাল্যবন্ধু ড. রাধা বিনোদ পালকে একটি চিঠি লিখে। ড. পাল তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
চিঠিতে শুধু কুশল সংবাদ ছিল। পরীক্ষার ব্যাপার-স্যাপার ছিল না। তাই রাধা বিনোদ পাল বা সাঈদ হায়দারের কাকাবাবুর বিডেন স্ট্রিটের বাসভবনে গিয়ে যখন হাজির হলেন সাঈদ হায়দার, তখন বিষয়টি নিয়ে কথা বলতে সংকোচ হচ্ছিল তাঁর। কথাবার্তা বলে ওপরে পাঠিয়ে দিলেন কাকিমার কাছে। সেখানে জুটল লুচি-তরকারি আর মিষ্টান্ন। আবার ড. পাল বা কাকাবাবুর কাছে ফিরে এলে তিনি পড়াশোনার বিষয়ে যখন জিজ্ঞেস করলেন, তখন সবিস্তারে সংকটের কথা জানালেন সাঈদ হায়দার। বাবু খগেন্দ্রনাথ মিত্রের হাতে ছিল সাঈদ হায়দারের খাতা। কাকাবাবু কিছুদিন আগে এক্সামিনারদের সভায় বলেছিলেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা বদনাম আছে—পরীক্ষকেরা আগাম ফল বলে দেন। সেটা বন্ধ করা দরকার।
সাঈদ হায়দারের বিষয়টি যাচাই করতে গেলে পরীক্ষা হয়ে যাবে, শিক্ষকেরা তাঁর পরামর্শ মেনে চলেন কি না। নির্দেশ মানা হলে নম্বর আগাম জানতে পারবেন না, নির্দেশ মানা না হলে সাঈদ হায়দার জেনে যাবেন বাংলায় তিনি কত পেয়েছেন।
দুদিনের মধ্যে সেই ফল জানতে না পেরে মন খারাপ করে বাড়ি ফিরে এসেছেন সাঈদ হায়দার। এরপর মেজদা কলকাতায় থেকে সাত দিন পর খবর পাঠালেন, ‘পাস করেছ প্রথম বিভাগে।’
মনের আশা পূর্ণ হবে এবার!তবে এটাও বোঝা গেল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পরীক্ষার আগে তখনো রেজাল্ট ফাঁস করে দিতেন।
সূত্র: ডা. সাঈদ হায়দার, পিছু ফিরে দেখা, পৃষ্ঠা ১৮৬-১৮৮
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫