Ajker Patrika

পড়া মনে রাখার ৫ কৌশল

আলভি আহমেদ
পড়া মনে রাখার ৫ কৌশল

নানা কারণে শেখার পরিধি বিস্তৃত হচ্ছে। তবে প্রায়ই শোনা যায়, শেখা বিষয়গুলো মনে থাকছে না। এ সমস্যা কমবেশি প্রায় সব শিক্ষার্থীরই রয়েছে। সঠিক নিয়ম মেনে না পড়ার কারণে পড়া ভুলে যাওয়ার সমস্যা দেখা দেয়। কিছু কৌশল বা অভ্যাস মেনে চললে পড়া মনে রাখা সম্ভব। পাঁচটি কৌশল নিয়ে লিখেছেন আলভি আহমেদ। 

পড়ার মাঝে বিরতি
দীর্ঘ সময় একটানা পড়া ঠিক নয়। দিনে ৫ থেকে ৬ ঘণ্টা পড়ার অভ্যাস থাকলে বিরতি নিয়ে পড়তে হবে। এতে পড়া মনে থাকবে। পরীক্ষার আগে বাড়তি চাপ নেবেন না। আগেই প্রস্তুতি গুছিয়ে রাখুন। 

পড়ার কৌশল পরিবর্তন
বইয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাইলাইট করার পরিবর্তে শর্ট নোট রাখুন। এতে পড়া মনে থাকবে এবং পরীক্ষার আগে নিজের রিভিশন দেওয়ার সময়ও সুবিধা হবে। 

রিভিশন দিন
পড়া মনে রাখার জন্য রিভিশনের বিকল্প নেই। পরীক্ষার আগে যিনি যত বেশি রিভিশন দিতে পারবেন, তাঁর পরীক্ষা তত বেশি ভালো হবে। তাই নিজের নোট ও আত্মস্থ করা পড়া রিভিশন দেওয়া জরুরি। 
এতে পড়া দীর্ঘ সময় স্মৃতিতে ধরে রাখতে পারবেন। 

নিমোনিক তৈরি
জটিল বিষয় মনে রাখার জন্য পরিচিত শব্দ বা এক-দুই লাইনে নিমোনিক তৈরি করা যেতে পারে। নিমোনিক তৈরির মাধ্যমে কোনো নির্দিষ্ট একটি তথ্য বা বিবরণ সহজেই মনে থাকবে। এ ক্ষেত্রে সহজে মনে রাখতে সক্ষম, এমন শব্দ ব্যবহার করতে হবে।

নিয়মিত অনুশীলন
পড়া মনে রাখার জন্য নিয়মিত অনুশীলন করা জরুরি। এখন যেটি পড়লেন ৩০ মিনিট পর একবার, ১ দিন পর একবার, ১ সপ্তাহ পর একবার, ১ মাস পর আরেকবার-এভাবে রিপিট করুন। বারবার একই বিষয় পড়ার ফলে ব্রেইনের স্মৃতি তৈরির স্থানে গাঠনিক পরিবর্তন হয় যা লং টার্ম মেমোরি তৈরিতে সাহায্য করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত