Ajker Patrika

কামারখন্দে বেড়েছে গম চাষ, কমেছে ভুট্টা

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৩
Thumbnail image

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বৃদ্ধি পাচ্ছে গম চাষ। অন্য ফসলের তুলনায় গম চাষে খরচ ও পরিশ্রম কম। একই সঙ্গে লাভ বেশি হওয়ায় কৃষকেরা গম চাষে ঝুঁকেছেন। গমের ফলন ও দাম ভালো হওয়ায় উপজেলায় বৃদ্ধি পাচ্ছে গমচাষির সংখ্যা। এদিকে উপজেলায় গত বছরের চেয়ে এবার ভুট্টার চাষ কমেছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, উপজেলায় গত বছর গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১২০ হেক্টর জমিতে, চাষাবাদ হয়েছে ১৩৫ হেক্টর। গত বছর ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০০ হেক্টর জমিতে, চাষাবাদ হয়েছে ১০০ হেক্টর। চলতি মৌসুমে গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৫০ হেক্টর জমিতে, চাষাবাদ হয়েছে ১৪০ হেক্টর। গত বছরের তুলনায় ৫ হেক্টর জমিতে চাষাবাদ বৃদ্ধি পেয়েছে।

তবে চলতি মৌসুমে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১১৫ হেক্টর জমিতে, চাষাবাদ হয়েছে ৮৬ হেক্টর। লক্ষ্যমাত্রার থেকে ২৯ হেক্টর এবং গত বছরের থেকে ১৪ হেক্টর কম চাষাবাদ হয়েছে।

চলতি রবি মৌসুমে উপজেলার ভদ্রঘাট, ঝাঐল, জামতৈল, রায়দৌলতপুর ইউনিয়নে ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি প্রণোদনার আওতায় গম, সার ডিএপি, এমপিও সার দেওয়া হয়। ভুট্টা চাষের জন্য উপজেলার ভদ্রঘাট ইউনিয়নে ১৫০ জন, ঝাঐল ইউনিয়নে ৫০, জামতৈল ইউনিয়নে ৫০ ও রায়দৌলতপুর ইউনিয়নে ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ভুট্টা এবং সার বিতরণ করা হয়। এ ছাড়া মাঠ প্রদর্শনী বাবদও অনেক কৃষক প্রণোদনা পাচ্ছেন।

নান্দিনা কামালিয়া এলাকার কৃষক আলী আকবর ভূঁইয়া বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে গমের ফলন ভালো হবে। আর গম চাষে লাভ বেশি বলে তিনি গম চাষ করেছেন।

কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত বলেন, ‘কৃষকেরা যেন ভালো ফলন পান এর জন্য মাঠপর্যায়ে কৃষকদের সব সময় পরামর্শ দিয়ে যাচ্ছি।’ গম ও ভুট্টা চাষ আবাদের জন্য কৃষকদের উৎসাহিত করতে বিনা মূল্যে সার ও বীজ দিয়েছেন বলে জানায় এই কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত