Ajker Patrika

মনের মতো চরিত্র মিলল সিনেমায়

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৪: ০১
মনের মতো চরিত্র মিলল সিনেমায়

মিডল ক্লাস লাভ সিনেমার নায়িকা ইশা সিং টেলিভিশনের জনপ্রিয় মুখ। ১৭ বছর বয়সে টেলিভিশনে অভিনয় শুরু করেন ইশা। প্রথম সিরিয়ালেই বিধবা চরিত্র। ২০১৫ সালে শুরু হওয়া এই সিরিয়ালের নাম ‘ইশক্‌কা রং সফেদ’। অবিবাহিত এক ছেলে প্রেমে পড়ে বিধবা ইশার। এক বছর টানা এই সিরিয়ালে অভিনয় করেন ইশা। এরপর অভিনয় করেন ‘এক থা রাজা এক থি রানি’, ‘ইশক সুবহান আল্লাহ, ‘পেয়ার তুনে কেয়া কিয়া’ ও ‘সের্ফ তুম’ সিরিয়ালে। সের্ফ তুম সিরিয়ালটির প্রচার এখনো চলছে।

টানা সাত বছর একাধিক সিরিয়ালের মূল চরিত্রে অভিনয়ের সুবাধে টেলিভিশনে পরিচিত মুখ ইশা সিং। এবার তিনি বলিউডে পা রাখছেন। ইশা বলেন, ‘এত দিনে মনে হলো আমি যা তা-ই করতে যাচ্ছি। আমি কখনো বিধবার চরিত্র, কখনো মায়ের চরিত্র, কখনো বা মুসলিম নারীর চরিত্র করেছি। যেসব ধাপ আমি বাস্তব জীবনে পার হইনি। এই সিনেমায় আমার চরিত্রটা একজন কলেজশিক্ষার্থীর। গল্পটা কলেজ রোমান্স ঘিরে। আমি এখনো কলেজে পড়ি। সিনেমার চরিত্রটি তাই বেশ আরামে করতে পেরেছি।’

মিডল ক্লাস লাভ সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৬ সেপ্টেম্বর। হিমেশ রেশমিয়ার সংগীতে এরই মধ্যে ‘নয়া পেয়ার নয়া এহসাস’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। রত্না সিনহা পরিচালিত এই সিনেমার গল্প কলেজ রোমান্স নিয়ে। সেই সঙ্গে মিলবে আনন্দ, হুল্লোড় আর মজা।

‘তুম বিন’, ‘থাপ্পড়’, ‘অনেক’-এর মতো আলোচিত সিনেমার পরিচালক অনুভব সিনহা। তিনি বলেন, ‘আমাদের অস্তিত্বের সঙ্গে প্রচণ্ডভাবে জড়িত গল্প বলাই আমার উদ্দেশ্য। এই গল্পগুলোর জন্য একটি প্ল্যাটফর্ম দেওয়াও অত্যাবশ্যক, যাতে সেখানে থাকা সেরা প্রতিভাগুলোকে ফুটিয়ে তোলা যায়। আমি সেই চেষ্টাই করছি।’

অনুভব সিনহা আরও বলেন, ‘আমি গর্বিত যে এমন প্রতিভাবান, কর্তব্যপরায়ণ ও পরিশ্রমী অভিনেতাদের পরিচয় করিয়ে দিতে পারছি যাঁদের এই ইন্ডাস্ট্রির সঙ্গে কোনো যোগাযোগ নেই। তাঁদের এমন জায়গা দিচ্ছি যেখানে নিজেদের প্রতিভা দেখাতে পারবে।’

পরিচালক রত্না সিনহা বলেন, ‘এটা এক মধ্যবিত্ত ছেলের পরিণত বয়সে পদার্পণের গল্প। এই গল্পের জন্য নতুন প্রতিভার দরকার ছিল এবং এই শিল্পীদের আমার সিনেমায় সুযোগ দিতে পেরে আমি আনন্দিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত