Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হলেন শাহগীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৫: ২৮
ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হলেন শাহগীর

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের একান্ত সচিব মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত বুধবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি হওয়া ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁনের স্থলাভিষিক্ত হবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব কে এম আল-আমীন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

অন্যদিকে উপসচিব শাহীন আরা বেগম স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান জেলা প্রশাসক (ডিসি) হায়াত উদ-দৌলা খাঁনকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলিপূর্বক নিয়োগের কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া ছাড়া গত বুধবার আরও ১২ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো-গাজীপুর, নারায়ণগঞ্জ, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, সিলেট, ঝিনাইদহ এবং চাঁপাইনবাবগঞ্জ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত