Ajker Patrika

জুল ভার্নের প্রেম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৫: ০৬
জুল ভার্নের প্রেম

হ্যাঁ, আমরা ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ’ কিংবা ‘মিস্টার নো’র রচয়িতা জুল ভার্নের কথাই বলছি। বৈজ্ঞানিক কল্পকাহিনির লেখক এই বিরাট মানুষটি কিন্তু প্রেমে পড়েছিলেন সেই কিশোর বয়সেই। সে কথাই বলি।

একবার বালক জুল ভার্ন কাউকে না জানিয়ে উঠে গিয়েছিলেন জাহাজে। যাবেন ভারতে। স্বজনেরা অনেক খুঁজে তাঁকে পেলেন জাহাজের ডেকে। সেখান থেকে ডেকে নিয়ে এলেন বাড়িতে। তারপর জিজ্ঞেস করলেন, ‘কেন হঠাৎ জাহাজ ভ্রমণের শখ হলো?’

যা জানা গেল তা হলো, কাজিন ক্যারোলিনার প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। এই মেয়েটির জন্য জীবন দিয়ে দেওয়া যায়, আর জাহাজে ভারত পাড়ি দেওয়া তো নস্যি! তবে রহস্য উন্মোচন করলেন স্বয়ং জুল ভার্নই। বললেন, ‘ভারতে যাচ্ছিলেন প্রবাল আর পুঁতির মালা এনে ক্যারোলিনাকে দেবেন বলে। ক্যারোলিনা পুঁতির মালা দেখে চমকে যাবে এবং জুল ভার্নের প্রেমে পড়ে যাবে, এটাই ভেবেছিলেন জুল ভার্ন।

কিন্তু ক্যারোলিনা কি জুল ভার্নকে ভালোবাসতেন? না, ক্যারোলিনা ট্রনসন আদতে জুল ভার্নের চেয়ে দেড় বছরের বড় ছিলেন। জুল ভার্নকে ভালোবাসার কথা তিনি কখনোই ভাবেননি। ক্যারোলিনার প্রেমে পাগল হয়ে ১২ বছর বয়স থেকেই কবিতা লিখতে শুরু করেছিলেন জুল ভার্ন। কবিতার সেরা পঙ্‌ক্তির আবেশে অনায়াসে ক্যারোলিনা তাঁর প্রেমে পড়ে যাবেন—এই ছিল জুল ভার্নের ভাবনা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের রোমান্টিক ভাবনাগুলোকেও পুরে দেওয়া শুরু হলো কবিতায়। সে কবিতাগুলো ক্যারোলিনার কাছে যাচ্ছিল উপহার হিসেবে, তাতে থাকছিল একসঙ্গে নাচার আমন্ত্রণও। কিন্তু তাতে ক্যারোলিনার মন গলেনি এবং ১৮৪৭ সালে ঘটল এমন একটি ঘটনা, যা জুল ভার্নের দীর্ঘদিনের একপক্ষীয় প্রেম ধাক্কা খেল। সে বছর জুল ভার্নের বয়স ১৯ আর ক্যারোলিনার ২০। ক্যারোলিনার বিয়ে হয়ে গেল তাঁর চেয়ে ২০ বছর বড় এক পাত্রের সঙ্গে। হৃদয় ভেঙে গেল জুল ভার্নের। কিন্তু তাতে কার কি আসে-যায়! অন্তত ক্যারোলিনা জুল ভার্নকে নিয়ে একেবারেই ভাবেননি। 

সূত্র: লাইভলিব ডট রু

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত