Ajker Patrika

‘পঞ্চগড় থেকে ২১ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে ’

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৮: ১১
‘পঞ্চগড় থেকে ২১ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে ’

পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেছেন, সারাদেশে পুলিশ বিভাগে বিভিন্ন পদে নিয়োগ শুরু করেছে সরকার। পঞ্চগড় জেলা থেকে ২১ জন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। জেলায় আগামী ১৪ নভেম্বর এ পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে। আগামী ৪ নভেম্বর আবেদন শেষ হবে। প্রত্যেক চাকরি প্রার্থীকে ১১টি ধাপে অংশ নিতে হবে। পরে লিখিত, মৌখিক এবং শারীরিক পরীক্ষায় অংশ নিতে হবে। এসব পরীক্ষায় উত্তীর্ণদের পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।

তিনি বলেন, এক সময় কনস্টেবল নিয়োগে ঘুষ বাণিজ্য করত দালাল চক্র। কিন্তু এবার সেই সুযোগ নেই। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এবার পুলিশের বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। কনস্টেবল পদে অনলাইনে আবেদন চলছে।

গত রোববার দুপরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

ওই সময় পুলিশ সুপার জানান, বিশেষ পদ্ধতির মাধ্যমে পুলিশ নিয়োগে দালালদের দৌরাত্ম্য শেষ হবে। তিনি পুলিশ নিয়োগে কাউকে টাকা না দেওয়া বা তদবির না করার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত