পীরগাছা প্রতিনিধি
ভাঙা সেতু দিয়ে কোনোরকমে নদী পাড়ি দেওয়া যেত। তবে ভোগান্তি লাঘবে নেওয়া হয় নতুন সেতু নির্মাণের উদ্যোগ। দরপত্রের মাধ্যমে কাজ পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণসামগ্রী নিয়ে আসে। সেই সঙ্গে পুরোনো কাঠামো ভেঙে ইট ও রড নিয়ে যায়। কিন্তু নতুন সেতুর কাজ শুরু হতে না হতেই বন্ধ হয়ে যায়।
বলা হচ্ছিল পীরগাছার তালতলা-নব্দীগঞ্জ সড়কে আলাইকুড়ী নদীর ওপরে না হওয়া সেতুটির কথা। কল্যাণী ইউনিয়নের ইন্ডিয়াপাড়া গ্রামের এই সেতুর অভাবে পাঁচ বছর ধরে এলাকাবাসী দুর্ভোগে রয়েছে। এখানে বসানো বাঁশের সাঁকোটিও ভেঙে আছে। বর্তমানে শুষ্ক মৌসুম হওয়ায় লোকজন পানি না থাকা নদী দিয়ে হাঁটতে পারছেন। বর্ষাকালে পুনরায় সাঁকো নির্মাণ করতে হবে।
তবে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর বলছে, নতুন সেতু নির্মাণে অনুমোদন মিলেছে। দ্রুত দরপত্র দিয়ে কাজ শুরু করা হবে।
ইন্ডিয়াপাড়া গ্রামের বাসিন্দা নুরু মিয়া, জাহাঙ্গীর আলম, আলম মিয়া ও জয়নাল মুন্সি জানান, সেতু না থাকায় মাত্র পাঁচ মিনিটের রাস্তা তাঁদের এক কিলোমিটার ঘুরতে হয়। আগে ভাঙা সেতু দিয়ে কোনোরকমে চলাচল করা যেত। এখন তাও বন্ধ।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মনির হোসেন জানান, ইন্ডিয়াপাড়া ও খলিফাটারী গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া আলাইকুড়ী নদীর ওপর একটি সেতু ছিল। চলাচল করত কয়েক গ্রামের মানুষ। সেতুটির মাঝখানে বড় ফুটো হওয়ায় নতুন সেতু নির্মাণের দরপত্র দেয় কর্তৃপক্ষ। ঠিকাদার পাথর, বালু, ইট ও রড নিয়ে আসেন। এস্কাভেটর দিয়ে ভেঙে ফেলা হয় পুরোনো সেতু। এরপর হঠাৎ করেই কাজ বন্ধ করে মালামাল নিয়ে চলে যান ঠিকাদার। ঘটনার পর পাঁচ বছর পেরিয়ে গেলেও আর সেতু হয়নি। এতে করে সড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। স্থানীয় লোকজন চাঁদা তুলে বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করলেও সম্প্রতি এটিও ভেঙে গেছে।
মনির হোসেন বলেন, ‘মানুষের দুঃখ-কষ্ট দেখে আমি কর্মসৃজন কর্মসূচির শ্রমিক দিয়ে ওই স্থানের পাশে মাটি উঁচু করে কোনোরকমে চলাচলের ব্যবস্থা করেছি। কিন্তু বর্ষাকালে পানি বেশি হলে মানুষের কষ্ট বেড়ে যাবে।’
যোগাযোগ করা হলে কল্যাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম বলেন, ‘আমি বিষয়টি নিয়ে উপজেলার মাসিক সভাসহ প্রকৌশল অধিদপ্তরে অনেকবার যোগাযোগ করেছি। তাঁরা আশ্বাস দিয়েছেন, দ্রুত সময়ে বড় করে সেতুটির নির্মাণকাজ শুরু করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ‘যতটুকু জানি, আগে কালভার্ট ছিল। নদীর ওপর কালভার্ট থাকায় পানি উন্নয়ন বোর্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে তখনকার টেন্ডার বাতিল করেছে কর্তৃপক্ষ। নতুন করে কালভার্টের বদলে ব্রিজ নির্মাণের সব প্রক্রিয়া শেষ পর্যায়ে। সয়েল টেস্ট করে দ্রুত টেন্ডার আহ্বান করা হবে।’
ভাঙা সেতু দিয়ে কোনোরকমে নদী পাড়ি দেওয়া যেত। তবে ভোগান্তি লাঘবে নেওয়া হয় নতুন সেতু নির্মাণের উদ্যোগ। দরপত্রের মাধ্যমে কাজ পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণসামগ্রী নিয়ে আসে। সেই সঙ্গে পুরোনো কাঠামো ভেঙে ইট ও রড নিয়ে যায়। কিন্তু নতুন সেতুর কাজ শুরু হতে না হতেই বন্ধ হয়ে যায়।
বলা হচ্ছিল পীরগাছার তালতলা-নব্দীগঞ্জ সড়কে আলাইকুড়ী নদীর ওপরে না হওয়া সেতুটির কথা। কল্যাণী ইউনিয়নের ইন্ডিয়াপাড়া গ্রামের এই সেতুর অভাবে পাঁচ বছর ধরে এলাকাবাসী দুর্ভোগে রয়েছে। এখানে বসানো বাঁশের সাঁকোটিও ভেঙে আছে। বর্তমানে শুষ্ক মৌসুম হওয়ায় লোকজন পানি না থাকা নদী দিয়ে হাঁটতে পারছেন। বর্ষাকালে পুনরায় সাঁকো নির্মাণ করতে হবে।
তবে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর বলছে, নতুন সেতু নির্মাণে অনুমোদন মিলেছে। দ্রুত দরপত্র দিয়ে কাজ শুরু করা হবে।
ইন্ডিয়াপাড়া গ্রামের বাসিন্দা নুরু মিয়া, জাহাঙ্গীর আলম, আলম মিয়া ও জয়নাল মুন্সি জানান, সেতু না থাকায় মাত্র পাঁচ মিনিটের রাস্তা তাঁদের এক কিলোমিটার ঘুরতে হয়। আগে ভাঙা সেতু দিয়ে কোনোরকমে চলাচল করা যেত। এখন তাও বন্ধ।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মনির হোসেন জানান, ইন্ডিয়াপাড়া ও খলিফাটারী গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া আলাইকুড়ী নদীর ওপর একটি সেতু ছিল। চলাচল করত কয়েক গ্রামের মানুষ। সেতুটির মাঝখানে বড় ফুটো হওয়ায় নতুন সেতু নির্মাণের দরপত্র দেয় কর্তৃপক্ষ। ঠিকাদার পাথর, বালু, ইট ও রড নিয়ে আসেন। এস্কাভেটর দিয়ে ভেঙে ফেলা হয় পুরোনো সেতু। এরপর হঠাৎ করেই কাজ বন্ধ করে মালামাল নিয়ে চলে যান ঠিকাদার। ঘটনার পর পাঁচ বছর পেরিয়ে গেলেও আর সেতু হয়নি। এতে করে সড়কে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। স্থানীয় লোকজন চাঁদা তুলে বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করলেও সম্প্রতি এটিও ভেঙে গেছে।
মনির হোসেন বলেন, ‘মানুষের দুঃখ-কষ্ট দেখে আমি কর্মসৃজন কর্মসূচির শ্রমিক দিয়ে ওই স্থানের পাশে মাটি উঁচু করে কোনোরকমে চলাচলের ব্যবস্থা করেছি। কিন্তু বর্ষাকালে পানি বেশি হলে মানুষের কষ্ট বেড়ে যাবে।’
যোগাযোগ করা হলে কল্যাণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম বলেন, ‘আমি বিষয়টি নিয়ে উপজেলার মাসিক সভাসহ প্রকৌশল অধিদপ্তরে অনেকবার যোগাযোগ করেছি। তাঁরা আশ্বাস দিয়েছেন, দ্রুত সময়ে বড় করে সেতুটির নির্মাণকাজ শুরু করা হবে।’
এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ‘যতটুকু জানি, আগে কালভার্ট ছিল। নদীর ওপর কালভার্ট থাকায় পানি উন্নয়ন বোর্ডের অভিযোগের পরিপ্রেক্ষিতে তখনকার টেন্ডার বাতিল করেছে কর্তৃপক্ষ। নতুন করে কালভার্টের বদলে ব্রিজ নির্মাণের সব প্রক্রিয়া শেষ পর্যায়ে। সয়েল টেস্ট করে দ্রুত টেন্ডার আহ্বান করা হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫