কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহা হত্যায় হোতাদের নাম আড়ালে থেকে যাওয়ার আশঙ্কা করছেন স্বজনেরা। মামলার তিন আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার প্রেক্ষাপটে এমন ধারনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। তবে পুলিশের দাবি এ হত্যার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের খুঁজে আইনের আওতায় আনা হবে।
সোহেলের ভাই ও মামলার বাদী সৈয়দ মো. রুমন বলেন, ‘শাহ আলমদের কারা এত বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্রের জোগান দিল? এই হত্যাকাণ্ডের অর্থদাতা কারা, তাদের উদ্দেশ্য কী? খুনের মূল পরিকল্পনাকারী কে? শাহ আলমকে গ্রেপ্তার করা গেলে সহজেই সবকিছু জানা যেত। এ জন্য সবাই চেয়েছিল, শাহ আলম গ্রেপ্তার হোক।’
রুমন আরও বলেন, ‘সোহেলকে সরিয়ে নেপথ্যের ইন্ধনদাতারা তাদের পথের কাঁটা পরিষ্কার করেছে। হত্যার পেছনে মাদকের কথা উঠে এলেও সিটি করপোরেশন নির্বাচনের বিষয়টিও থাকতে পারে।’
নিহত কাউন্সিলরের ছেলে সৈয়দ নাদিম বলেন, ‘যাঁরা হত্যা করেছে তাঁদের এত বড় সাহস বা ক্ষমতা নেই আমার বাবাকে হত্যা করার। অবশ্যই এর পেছনে কারও না কারওর হাত রয়েছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাই, পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনার জন্য।’
সুজানগরের কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, এত বড় ঘটনা মাদকসেবী ও কারবারিরা একা করতে পারেন না। তাঁদের পেছনে বড় কোনো শক্তি কাজ করেছে। ঘটনার আড়ালের লোকদের খুঁজে বের না করলের এমন আরও হত্যার আশঙ্কা থেকেই যাবে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘মামলার তদন্ত করছি। উল্লেখযোগ্য অগ্রগতি আছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’
কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সোহেল ও তাঁর সহযোগী হরিপদ সাহা হত্যায় হোতাদের নাম আড়ালে থেকে যাওয়ার আশঙ্কা করছেন স্বজনেরা। মামলার তিন আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার প্রেক্ষাপটে এমন ধারনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। তবে পুলিশের দাবি এ হত্যার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের খুঁজে আইনের আওতায় আনা হবে।
সোহেলের ভাই ও মামলার বাদী সৈয়দ মো. রুমন বলেন, ‘শাহ আলমদের কারা এত বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্রের জোগান দিল? এই হত্যাকাণ্ডের অর্থদাতা কারা, তাদের উদ্দেশ্য কী? খুনের মূল পরিকল্পনাকারী কে? শাহ আলমকে গ্রেপ্তার করা গেলে সহজেই সবকিছু জানা যেত। এ জন্য সবাই চেয়েছিল, শাহ আলম গ্রেপ্তার হোক।’
রুমন আরও বলেন, ‘সোহেলকে সরিয়ে নেপথ্যের ইন্ধনদাতারা তাদের পথের কাঁটা পরিষ্কার করেছে। হত্যার পেছনে মাদকের কথা উঠে এলেও সিটি করপোরেশন নির্বাচনের বিষয়টিও থাকতে পারে।’
নিহত কাউন্সিলরের ছেলে সৈয়দ নাদিম বলেন, ‘যাঁরা হত্যা করেছে তাঁদের এত বড় সাহস বা ক্ষমতা নেই আমার বাবাকে হত্যা করার। অবশ্যই এর পেছনে কারও না কারওর হাত রয়েছে। আমি প্রশাসনের কাছে দাবি জানাই, পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনার জন্য।’
সুজানগরের কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, এত বড় ঘটনা মাদকসেবী ও কারবারিরা একা করতে পারেন না। তাঁদের পেছনে বড় কোনো শক্তি কাজ করেছে। ঘটনার আড়ালের লোকদের খুঁজে বের না করলের এমন আরও হত্যার আশঙ্কা থেকেই যাবে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ‘মামলার তদন্ত করছি। উল্লেখযোগ্য অগ্রগতি আছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫