Ajker Patrika

মাজেদার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের সিদ্ধান্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৯: ১৪
মাজেদার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের সিদ্ধান্ত স্থগিত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের মাজেদার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের গেজেট স্থগিত করেছেন হাইকোর্ট। মাজেদার করা রিটের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই আদেশ দেন।

২০১৬ সালের ২১ জুলাই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় রানীশংকৈলের রাউতনগর গ্রামের মৃত তসলিম উদ্দীনের স্ত্রী ‘বীরাঙ্গনা’ মাজেদাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে। সেই থেকে তিনি প্রতি মাসের ভাতাসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছিলেন। তবে একই এলাকার মৃত দারাজ উদ্দিনের স্ত্রী মাজেদার আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই করে গত বছরের ২০ অক্টোবর আরেকটি গেজেট জারি করা হয়। সেখানে মৃত দারাজ উদ্দিনের স্ত্রী মাজেদাকে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়।

মৃত তসলিম উদ্দীনের স্ত্রী মাজেদার ভাতা ও সরকারি সুযোগ-সুবিধা বন্ধ হয়ে গেলে কর্তৃপক্ষের কাছে একাধিকবার চিঠি দিয়েও কারণ জানতে পারেননি তিনি। পরে মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের কারণ ও তাঁর ভাতা এবং সরকারি সুযোগ-সুবিধা পুনর্বহাল চেয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বরাবর আইনি নোটিশ দেন তিনি। সেই নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে রিট করেন মাজেদা। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাবরিনা জেরিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত