Ajker Patrika

যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি, দুর্ঘটনার ঝুঁকি

ফুলগাজী (ফেনী) প্রতিনিধি
যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি, দুর্ঘটনার ঝুঁকি

ফেনীর ফুলগাজী উপজেলার বিভিন্ন বাজারে যত্রতত্রই গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। কোনো নীতিমালার তোয়াক্কা না করে চলছে ব্যবসা। বর্তমানে প্রচণ্ড গরমে যেকোনো সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিতে থাকেন বাজারে আসা মানুষজন।

উপজেলার ফুলগাজী সদর, মুন্সীরহাট, আনন্দপুর, আমজাদ হাট ও জিএম হাট-বাজারসহ বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে, কীটনাশকের দোকান, মুদিদোকান, চালের দোকান, ইলেকট্রিক দোকান, হার্ডওয়্যারের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গ্যাস সিলিন্ডার রেখে বিক্রি করা হচ্ছে। কোনো ধরনের নিবন্ধন এবং সরকারি কোনো নীতিমালা মানা হচ্ছে না।

যে দোকানে রাসায়নিক দ্রব্য বিক্রি করা হয়, সে দোকানের সামনেও সিলিন্ডার রেখে বিক্রি করা হচ্ছে। গ্যাস সিলিন্ডারগুলো যেভাবে দোকানের সামনে সাজানো হয়েছে তাতে প্রচণ্ড দাবদাহে বিস্ফোরিত হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা বাজারের অন্য ব্যবসায়ীদের। এ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রি করা এসব দোকানে অগ্নিনির্বাপণের কোনো যন্ত্র নেই।

উপজেলার পাঁটি বাজারে গিয়ে দেখা গেছে, অনুমোদিত দুই-তিনটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান ছাড়া আর কোথাও অগ্নিনির্বাপক যন্ত্র নেই।

গ্যাস সিলিন্ডারগুলো যেভাবে দোকানের সামনে সাজানো হয়েছে তাতে প্রচণ্ড দাবদাহে বিস্ফোরিত হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এসব দোকানে অগ্নিনির্বাপণের যন্ত্র বা কোনো ব্যবস্থাও নেই।

ফুলগাজী বাজারের ব্যবসায়ী সঞ্জীব বণিক বলেন, ‘বাজারে যেখানে-সেখানে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। এতে প্রতিনিয়ত একটা আতঙ্কে থাকতে হয়; কখন যেন কী দুর্ঘটনা ঘটে। কারণ যে যে ব্যবসা করে সে ওই ব্যবসা প্রতিষ্ঠানের আলোকে লাইসেন্স গ্রহণ করে, সে ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে তাঁদের অভিজ্ঞতা থাকে। তাই সময় থাকতে যদি এগুলো নিয়ন্ত্রণে আনা না হয়, তা হলে হয়তো বড় ধরনের বিপদ হতে পারে।’

ফুলগাজী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ওয়াসি আজাদ বলেন, ‘বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যাঁরা বিভিন্ন দোকানের সামনে রেখে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন, তাঁদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মৌখিকভাবে নিষেধ করা হয়েছে; কিন্তু তাঁরা বিষয়টি আমলে নেননি। গ্যাস সিলিন্ডার একটা নির্দিষ্ট তাপমাত্রার ভেতরে রাখতে হয়, এর থেকে বেশি তাপমাত্রার মধ্য রাখা হলে যেকোনো সময় বিস্ফোরিত হয়ে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।’

গ্যাস সিলিন্ডার বিক্রির নিবন্ধনের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ফুলগাজী ও মুন্সীরহাট বাজার মিলে মাত্র দুই-তিনজনের নিবন্ধন রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে আলোচনা করে বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত