Ajker Patrika

২৫ কোম্পানির পারমিট বাতিলের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১০: ১৬
২৫ কোম্পানির পারমিট বাতিলের সুপারিশ

অতিরিক্ত ভাড়া আদায়ের একই অপরাধ বারবার করায় ২৫টি বাস কোম্পানির রুট পারমিট বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে। বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত গত এক মাসে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে অভিযানের পর এ সুপারিশ করেছে।

গতকাল বৃহস্পতিবার মাসিক প্রতিবেদনের ভিত্তিতে গণমাধ্যমে পাঠানো বিআরটিএর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই অপরাধ পুনরাবৃত্তিকারী ২৫টি বাস কোম্পানির বাসের তালিকাও করা হয়েছে। তালিকাতে গাড়ির নম্বর, অপরাধ সংঘটনের তারিখ ও জরিমানার তথ্য উল্লেখ করে রুট পারমিট বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রো আরটিসি কর্তৃপক্ষের কাছে তালিকা ইতিমধ্যে পাঠানো হয়েছে।

তালিকায় সবচেয়ে বেশি অপরাধকারী বাস কোম্পানির মধ্যে রয়েছে—বসুমতি, রাইদা, পরীস্থান, এমএম লাভলী, অনাবিল, আলিফ, লাব্বাইক, তুরাগ, বলাকা ও স্বাধীন, প্রজাপতি, রজনীগন্ধা, শিকড়, আকাশ, আজমেরী, মনজিল, প্রভাতী, বনশ্রী, আসমানী, প্রচেষ্টা, ভিক্টর, মিডলাইন, ডি-লিংক, রাজধানী, গুলিস্তান-গাজীপুর পরিবহন ও ভিআইপি পরিবহন কোম্পানি।

বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবহন মালিক ও স্টেকহোল্ডারদের সঙ্গে আমাদের এর আগে বৈঠক হয়েছে। সেখানে আলোচনা হয়েছিল একই অপরাধ বারবার করলে ব্যবস্থা নেওয়া হবে। সেই হিসেবে বিআরটিএ তালিকা করেছে। সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। এ কাজের জন্য আলাদা একটি কমিটি আছে। তারা রুট পারমিট বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বিআরটিএ যে কথা বলেছে, সে অবস্থা এখন আর নেই। এখন সে অবস্থার অনেক উন্নতি হয়েছে। নিয়মিত অভিযান চলার ফলে বাসগুলো অতিরিক্ত ভাড়া নিচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত