Ajker Patrika

ফসলের উৎপাদন ব্যয় বাড়ায় বিপাকে কৃষক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১৭: ৫৩
ফসলের উৎপাদন ব্যয়  বাড়ায় বিপাকে কৃষক

সিরাজগঞ্জের তাড়াশে বিভিন্ন প্রকার ফসল ফলাতে কৃষকের উৎপাদন ব্যয় বেড়েই চলেছে। এদিকে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নির্ধারিত থাকে না। এতে বাজারে ফসল বিক্রি করতে গিয়ে পাইকারি ও খুচরা ক্রেতাদের ওপর নির্ভর করতে হচ্ছে তাঁদের। ফলে উৎপাদিত ফসলের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে কৃষকদের।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় প্রায় ২৫ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো, রোপা, বোনা আমন, সরিষা, গম, ভুট্টা, পাটসহ বিভিন্ন ধরনের সবজি চাষ হয়ে থাকে। আর এসব ফসল উৎপাদনে ৫ থেকে ৭ বছরে কৃষকদের ব্যয় প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ বেড়েছে।

উপজেলার সগুনা ইউনিয়নের মাঝিড়া গ্রামের কৃষক আলতাব হোসেন, ওমর আলী মণ্ডলসহ একাধিক কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে কৃষককে এক বিঘা জমিতে ধান লাগাতে চারা বাবদ ৪০০ টাকা, ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে তিন চাষে ১ হাজার ২০০ টাকা, পাওয়ার টিলার দিয়ে তিন চাষে ৯০০ টাকা খরচ হয়। একই সঙ্গে ওই জমিতে ইউরিয়া, পটাশ, এমওপি ও কীটনাশক বাবদ ১ হাজার ৮০০ ও অন্যান্য কাজে কৃষি শ্রমিক ১ হাজার টাকা, সেচ বাবদ ২ হাজার, ফসল কাটা ও মাড়াই বাবদ ৪ হাজার টাকা ব্যয় হয়ে থাকে; এভাবে মোট খরচ দাঁড়ায় ১১ থেকে ১২ হাজার টাকা।

এ ছাড়া জমি লিজ নিয়ে প্রান্তিক ও ক্ষুদ্র যেসব কৃষক ফসলের আবাদ করেন, তাঁদের খরচ আরও বেশি হয়ে থাকে।

উপজেলার নওগাঁ ইউনিয়নে সাকই দিঘি গ্রামের কৃষক আইয়ুব আলী জানান, ৫ থেকে ৭ বছর আগে এক বিঘা জমিতে ধান উৎপাদনে খরচ হতো ৭ থেকে সাড়ে ৮ হাজার টাকার বেশি না।

তবে স্থানীয় একাধিক কৃষক বলেন, তাড়াশে কৃষকদের বোরো, রোপা, বোনা আমন, সরিষা, গম, ভুট্টা, সবজি আবাদে এ অঞ্চলের কৃষক ব্যক্তিগত শ্রম বিনিয়োগ করেন। এ কারণে অনেক কৃষকের খরচ তুলনামূলক একটু কম হয়। আর যেসব কৃষক কৃষিশ্রমিকের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে ফসলের আবাদ করেন, তাঁদের খরচ অনেক বেশি হয়ে থাকে।

স্থানীয় কৃষক কোবাদ আলী জানান, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নির্ধারিত না থাকায় অনেক ক্ষেত্রেই তাড়াশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের ফসল বাজারে বিক্রি করতে গিয়ে পাইকারি ও খুচরা ক্রেতাদের মর্জ্জির ওপর নির্ভর করতে হয়।

এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা জানান, তাড়াশে ধান, পাট, গম, ভুট্টা, সরিষাসহ বিভিন্ন ফসলের আবাদ ভালো হয়ে থাকে। তবে বর্তমান সময়ে ফসল উৎপাদনে কৃষকের খরচ কিছুটা বাড়লেও সাম্প্রতিক বছরগুলোতে ফসলের বাজার স্থিতিশীল ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত