Ajker Patrika

প্রাথমিক ও মাধ্যমিকে অনেক দুর্বলতা রয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৪: ৩৪
প্রাথমিক ও মাধ্যমিকে অনেক দুর্বলতা রয়েছে

দেশের উচ্চশিক্ষা নিয়ে তেমন কোনো সমস্যা না থাকলেও প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষাব্যবস্থায় অনেক দুর্বলতা রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আগামীর বাংলাদেশ: আমাদের শিক্ষাব্যবস্থা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

অনলাইন সংবাদমাধ্যম বিবার্তা ২৪ ডটনেট ও জাগরণ টিভি আয়োজিত এ আলোচনায় হানিফ আরও বলেন, প্রাথমিক পর্যায় থেকে যদি ভবিষ্যৎ প্রজন্মকে ভালোভাবে নৈতিক শিক্ষা দেওয়া যায় তাহলে সমাজ থেকে অরাজকতা দূর হবে। এজন্য প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরত্ব দেওয়া প্রয়োজন।

বিশ্ববিদ্যালয় শিক্ষা নিয়ে তিনি বলেন, উপাচার্য এবং উপ-উপাচার্যরা যদি নিয়োগ আর টেন্ডারে যুক্ত হয়ে যান, তাহলে তাদের পক্ষে শিক্ষায় মনোনিবেশের সুযোগ কমে যায়। তাই এই সংস্কৃতি পরিবর্তনের জন্য ভাবা দরকার।

বিবার্তার সম্পাদক বাণী ইয়াসমিন হাসির সভাপতিত্বে এবং জাগরণ টিভির প্রধান সম্পাদক এফ এম শাহীনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, ঢাবির অধ্যাপক ড. কাবেরী গায়েন ও ড. তানিয়া হক।

ড. মশিউর রহমান বলেন, ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য এখনো সমতা নিশ্চিত করা যায়নি। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় এখনো ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ দিচ্ছে না।

ড. এমরান কবির চৌধুরী বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তি কমেছে। তারা কম খরচে এখন উচ্চশিক্ষায় ভর্তি হতে পারবে। আশা করছি, আগামীতে সব বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত