Ajker Patrika

শিশুদের চলচ্চিত্র প্রতিযোগিতা বিচারকের আসনেও তারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিশুদের চলচ্চিত্র প্রতিযোগিতা বিচারকের আসনেও তারা

একদল শিশু গতকাল বৃহস্পতিবার মিলিত হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন চত্বরে। তাদের কথার ফুলঝুরিতে মুখর হয়ে ওঠে চত্বর। এই শিশুরা নিজেরাই চলচ্চিত্র নির্মাণ করে। সেগুলোর প্রতিযোগিতা হয়। এদের কেউ কেউ তখন বিচারকের আসনে বসে। ছবি বাছাই করে।

‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগান নিয়ে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের আয়োজনে শুরু হলো ১৬তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ২০২৩। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা চত্বরে এ উৎসব উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে চিত্রশালা মিলনায়তনে শুরু হয় উদ্বোধনী আলোচনা পর্ব।

চিলড্রেনস ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা নির্মাতা মোরশেদুল ইসলাম বলেন, ‘ছোটদের একটা উৎসব হওয়া উচিত। সে উদ্দেশ্য থেকেই চিলড্রেনস ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা এবং এই উৎসব আয়োজন করেছিলাম। এখানে বাচ্চারা নিজেরাই ছবি বানায়। সেগুলোর প্রতিযোগিতা হয়। তারাই আবার বিচারক। ছবি বাছাই করে। প্রথমে পেছনে আমরা ছিলাম। এখন কিন্তু ওরাই সব করে। বাংলাদেশে ছোটদের ছবি কেন হওয়া উচিত, সেটা বোঝানোর জন্য এই উৎসব করেছি। এর জন্য ছোটদের ছবি কিন্তু তৈরি হচ্ছে। এই উৎসব থেকেই আমরা শিশুতোষ ছবিকে সরকারি অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। এখন প্রতিবছর একটি শিশুতোষ ছবিকে সরকারি অনুদান দেওয়া হয়।’ 

চিলড্রেনস ফিল্ম সোসাইটির সভাপতি কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘বাংলাদেশের কত কিছুতেই ফান্ড দেওয়া হয়। আর চলচ্চিত্রের মতো এত সুন্দর একটা আয়োজনের জন্য ফান্ড পেতে সমস্যা হয়। এত সুন্দর একটা শিল্পমাধ্যমকে যদি উৎসাহ না দিই ,তাহলে কাদের দেব। আর এই উৎসবের মাধ্যমে শিশুদের চলচ্চিত্রের মতো এত বড় একটি মাধ্যমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এটাই সবচেয়ে বড় কথা।’

জাফর ইকবাল আরও বলেন, ফান্ড সমস্যার কারণে এবার তিন দিনের জন্য আয়োজন করা হয়েছে। আগামী বছর সপ্তাহব্যাপী আয়োজন হবে। এমনকি জেলায় জেলায় এই উৎসব ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

স্বাগত বক্তব্যে সোসাইটির সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী বলেন, ‘উৎসবটি মার্চ মাসে করার কথা ছিল। কিন্তু সে সময় সরকারের কৃচ্ছ্রসাধনের জন্য আমাদের যে অনুদান দেওয়া হতো, সেটি পাওয়া যায়নি। তাই পেছানো হলো। আমরা একসময় ভাবতাম আমরা এখানে মেহমান হিসেবে আসব। বাচ্চারাই চালাবে। এখন সেই সময়। বাচ্চারাই চালায়। শুধু তা-ই নয়, নতুন আরেকটি প্রজন্মের কাছেও পৌঁছে গেছে এই উৎসব।’

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘আম কাঁঠালের ছুটি’ (বাংলাদেশ) উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়।

তিন দিনের এ উৎসবে প্রতিদিন বেলা ১১টা, ২টা ও সন্ধ্যা ৬টায় মোট তিন ধাপে প্রদর্শনী হবে। এবারের উৎসবে ঢাকায় দুটি ভেন্যু করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন ও ধানমন্ডির আলিয়ঁস ফ্রসেঁজে ৩৯টি দেশের ১০১টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিটি প্রদর্শনীতে একাধিক শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে। প্রতিবছরের মতো এবারও উৎসবের সব প্রদর্শনী অভিভাবক, শিশু-কিশোরসহ সবার জন্য উন্মুক্ত। 

এবারও উৎসবের অন্যতম আকর্ষণীয় বিভাগ হিসেবে থাকছে বাংলাদেশি শিশুদের নির্মিত প্রতিযোগিতা বিভাগটি। এই বিভাগে এবার ১৭টি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচিত ৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে, ৩টি চলচ্চিত্র পুরস্কার পাবে। বিশেষ চলচ্চিত্র বিভাগে ৫টি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচিত ২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। তরুণ বাংলাদেশি নির্মতা বিভাগে ৩৫টি চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে প্রদর্শিত হবে ১৫টি চলচ্চিত্র, পুরস্কার পাবে ২টি চলচ্চিত্র। আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র নির্মাতা বিভাগে ২৭০০-এর বেশি চলচ্চিত্র জমা পড়েছিল, প্রদর্শিত হবে ৭৫টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত