Ajker Patrika

বদলে যাচ্ছে মিঠাই

বদলে যাচ্ছে মিঠাই

গল্পে মিঠাইয়ের মৃত্যুর পর গুঞ্জন উঠেছিল, এবার সিরিয়ালটি হয়তো বন্ধই হতে চলেছে। নায়িকা ছাড়া কীভাবে চলবে ধারাবাহিক, সেটা নিয়েই সবার কৌতূহল ছিল। তবে জি বাংলা ‘মিঠাই’-এর নতুন যে প্রোমো প্রকাশ করেছে, তাতে মিলল সেই কৌতূহলের উত্তর। সিরিয়ালটির নতুন প্রোমোতে মরে গিয়েও ফিরে এল মিঠাই।

মিঠাইয়ের মৃত্যুর পর ছেলে শাক্যকে নিয়ে বেশ বিপদে পড়েছে সিদ্ধার্থ। সারা দিন লাফালাফি, দৌড়াদৌড়ি, এটা ভাঙে ওটা নষ্ট করে—কিছুতেই শাক্যকে শান্ত করা যাচ্ছে না। বাড়ির সবাই যখন অতিষ্ঠ, তখনই সঙ্গে সঙ্গে দরজায় কলবেল। দরজায় দাঁড়িয়ে মুশকিল আসান। এ যেন সেই মিঠাই! অবিকল একই চেহারা। পার্থক্য শুধু গেটআপ আর নামে। নতুন এই মেয়েটির নাম মিঠি। তাকে দেখে হতবাক সবাই। বোঝা যাচ্ছে, ‘মিঠাই’-এর আগামী পর্বগুলোতে এই মিঠিকেই নিয়ে চলবে কাহিনি। এই চরিত্রেও অভিনয় করছেন সৌমিতৃষা কুণ্ডু।

শুধু গল্প নয়, বদলে গেছে মিঠাইয়ের প্রচারের সময়ও। ১৪ নভেম্বর থেকে নতুন মিঠাই দেখা যাবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। এই সময়ে আগে দেখা যেত ‘পিলু’। আর মিঠাই যে সময়ে প্রচার হতো, সেই সাড়ে আটটার স্লটে ওই দিন থেকে শুরু হবে নতুন সিরিয়াল ‘নিম ফুলের মধু’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত