Ajker Patrika

সড়কের পাশে ঝুঁকিপূর্ণ মরা গাছ, কাটার উদ্যোগ নেই

ভালুকা প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২২, ১৩: ৫৮
সড়কের পাশে ঝুঁকিপূর্ণ মরা গাছ, কাটার উদ্যোগ নেই

ভালুকা উপজেলার আঞ্চলিক সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ রোগাক্রান্ত হয়ে মরে গেছে। ঝড়-বৃষ্টিতে মাঝে-মধ্যেই এসব গাছের ডালপালা ভেঙে মাটিতে পড়ে দুর্ঘটনা ঘটে। ঝুঁকি নিয়ে চলতে হয় যানবাহন ও পথচারীদের।

জানা গেছে, উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কের দুই পাশের বিভিন্ন স্থানে রোগাক্রান্ত হয়ে মরে গেছে গাছ। আক্রান্ত গাছের পাতা প্রথমে ঝরে পড়ে এবং ওপর থেকে ডালপালা শুকিয়ে একপর্যায়ে গাছ মরে যায়। শুকনো ডালগুলো ঝরে মাটিতে লুটিয়ে পড়ে। প্রায়ই দুর্ঘটনা ঘটে।

উপজেলার ভরাডোবা থেকে উথুরা পর্যন্ত সড়কের দুই পাশে শতাধিক গাছ মরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। মরে যাওয়া এসব গাছের কোনোটিতে ঘুণে ধরেছে। আবার কোনোটিতে কাঠপোকা বাসা বেঁধেছে। সড়কের পাশে ঝুঁকিপূর্ণ গাছগুলো কেউ নিজ উদ্যোগে কাটার সাহস পায় না। সরকারিভাবে গাছগুলো কাটা বা অপসারণ করারও নেই কোনো উদ্যোগ।

পথচারী সেলিম বলেন, এই সড়কের দুই পাশে অনেকগুলো গাছ মরে রয়েছে। সড়কের পাশ দিয়ে হেঁটে যেতে ভয় হয়। গাছের ডাল ভেঙে যদি মাথায় ওপর পড়ে। এসব মরা গাছ কেটে ফেলা দরকার।

গাড়িচালক মকবুল হোসেন বলেন, ‘সড়কের পাশে মরা গাছগুলো দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। যেকোনো সময় মরা গাছ ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। বৃষ্টির দিন সড়কে গাড়ি চালাতে ভয় লাগে। যে কোনো সময় ডালপালা ভেঙে পড়তে পারে ওপরে। সড়কের গাছগুলো কেটে ফেলা উচিত।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বলেন, সড়কের পাশে যদি ঝুঁকিপূর্ণ মরা গাছ থাকে, তাহলে সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত