Ajker Patrika

আচরণবিধি লঙ্ঘন করে প্রচারে শিক্ষকেরা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১১: ৪৯
আচরণবিধি লঙ্ঘন করে প্রচারে শিক্ষকেরা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে দিনাজপুরের খানসামা উপজেলায় আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। গত ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত উপজেলার ছয়টি ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন প্রার্থীরা। অনেক প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণের অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এদিকে, বিষয়টি নজরে আসার পর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষকদের নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে কাজ না করতে জরুরি নোটিশ প্রদান করেন।

বিভিন্ন প্রার্থীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আঙ্গারপাড়া ইউপির ৮ নম্বর ওয়ার্ডের এক সাধারণ সদস্য প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া, বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীর পক্ষে ভোট চাওয়া ও নির্বাচনী মতবিনিময় সভায় প্রকাশ্যে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে ছাতিয়ানগড় ঝাপুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরল হকের বিরুদ্ধে। এদিকে, ভাবকি ইউপির চেয়ারম্যান পদে এক প্রার্থীর পক্ষে প্রায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতবিনিময় সভার আয়োজন করা হয়। তবে উপজেলা প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা ও থানা-পুলিশের হস্তক্ষেপে ওই সভাটি বন্ধ হয়ে যায়।

অভিযোগকারী প্রার্থীরা বলেন, নির্বাচনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তাঁরা সরাসরি নির্বাচনী অনুষ্ঠানে অংশগ্রহণ করলে ভোটে প্রভাব পড়বে।

অভিযুক্ত ছাতিয়ানগড় ঝাপুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরল হক নির্বাচনে প্রার্থীর পক্ষে কাজ করার বিষয়টি স্বীকার করে ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম এ মান্নান বলেন, নির্বাচনে কোনো প্রার্থীর পক্ষে শিক্ষক ও সরকারি কর্মচারীদের কাজ করার অভিযোগ পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিকরুল হক বলেন, কারও বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন কিংবা ভঙ্গ করার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত