Ajker Patrika

অল্প বৃষ্টিতেই টোল প্লাজায় হাঁটুপানি

আপডেট : ২২ মে ২০২২, ০৮: ৩০
অল্প বৃষ্টিতেই টোল প্লাজায় হাঁটুপানি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর টোল প্লাজার ঢাকাগামী দুটি লেনে বৃষ্টি হলেই জমে হাঁটুপানি। পানির কারণে টোল প্লাজা এলাকায় ঢাকাগামী লেনে সৃষ্টি হয় যানজট।

গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, টোল প্লাজার দক্ষিণ প্রান্তে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন রুট থেকে যেসব যানবাহন ঢাকায় প্রবেশ করছে ওই লেনে হাঁটুপানি জমে আছে। এর পাশের লেন দিয়ে বিভিন্ন শিল্পকারখানার গাড়ি ও স্থানীয় লোকজন যানবাহন নিয়ে চলাচল করেন। ওই লেনেও একই অবস্থা। লেন দুটি দিয়ে যাওয়ার সময় অটোরিকশা, ব্যক্তিগত গাড়িসহ ছোট যানবাহনের প্রায় অর্ধেক পানির নিচে চলে গেছে। দু-একটির ইঞ্জিন বন্ধ হয়ে গেলে গাড়ি দাঁড়িয়ে পড়ে। পরে যানবাহনের চালক পানিতে নেমে সেগুলো ধাক্কা দিয়ে পাশে নিয়ে আসে। ভারী যানবাহন ধীরে ধীরে চলাচল করছে।

কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি ট্রাকের চালক শামসুল ইসলাম বলেন, সামান্য বৃষ্টি হলেই মহাসড়কে এভাবে পানি জমে যায়। অনেক গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

পিকআপ ভ্যানের চালক বাবলু মিয়া বলেন, পানি মাড়িয়ে গাড়ি চালাতে গিয়ে ইঞ্জিনে পানি ঢুকে যায়। তখন গাড়ি নষ্ট হয়ে যায়।

মালবাহী গাড়ির চালক আলী হোসেন জানান, রাস্তাটির বিভিন্ন স্থানে গর্ত রয়েছে। এর মধ্যে পানি জমে থাকায় গাড়ির চাকা গর্তে পড়ে গিয়ে উল্টে যায় ।

স্থানীয় পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কর্মকর্তাদের কাছে একাধিকবার মহাসড়কের পাশে নালা নির্মাণের জন্য বলেছেন, কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা নেননি।

নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল জানান, মহাসড়কের ওই স্থান নিচু হওয়ার কারণে বৃষ্টি হলে পানি জমে যায়। সেখানে নালা নির্মাণের ব্যবস্থা করা হবে। তখন আর এ সমস্যা থাকবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত