কুমিল্লা প্রতিনিধি
ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহতের ঘটনায় উপজেলার দুর্গাপুর এলাকায় শোকের আবহ বিরাজ করছে। নিহতদের স্বজনদের আহাজারি থামছেই না। তাদের সমবেদনা জানাতে বাড়িতে ছুটে আসছেন আশপাশের মানুষজন।
এদিকে সহপাঠী হারিয়ে শোকে পাথর হয়ে পড়েছে সহপাঠীরা। তারও নিহতের বাড়িতে ভিড় করছে। ঘটনার পর গতকাল তারা বিদ্যালয়ে যায়নি। এই দিন বিদ্যালয় বন্ধ রেখে যেন শ্রেণিকক্ষের বেঞ্চ, ব্ল্যাকবোর্ডকে শোক পালনের সুযোগ করে দেওয়া হয়েছে।
সহপাঠী ও শিক্ষকেরা জানান, নিহত শিক্ষার্থীরা একই মহল্লার হওয়ায় সব সময় একসঙ্গে বিদ্যালয়ে আসা-যাওয়া করত। খুব শান্ত প্রকৃতির ছিল তারা। তাদের মৃত্যু যেন কেউ কেউ বিশ্বাস করতে পারছে না। যেন তিনজন সখী ফুল কুড়াতে কোথাও গিয়েছে। সন্ধ্যা নামার আগেই ফিরে আসবে।
নিহত মিমের মামা ফারুক মিয়া জানান, মিমের বাবা মানসিক প্রতিবন্ধী। তাই মিমের মা রিনা আক্তার ও ভাই ফরহাদ এখানে থাকেন। মিমের মা গার্মেন্টসে কাজ করে পরিবার চালান। সে একাই স্কুলে যেত।
নিহত তাসপিয়ার নানা মো. রতন মিয়া জানান, তাসপিয়ার দুই ভাই। বাবা ওমান প্রবাসী। নানার বাড়িতে থেকেই সে লেখাপড়া করত।
নিহত লিমার কাকা আবু তাহের জানান, দুই বোন এক ভাইয়ের মধ্যে লিমা ছিল সবার ছোট। এক বোনের বিয়ে হয়ে গেছে। তার বাবা একজন সবজি বিক্রেতা। ভাই বাবার সঙ্গে ব্যবসায় সহযোগিতা করেন।
বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেকুর রহমান বলেন, ‘রেললাইন পারাপারে সতর্ক করলেও ছোট মানুষ সব সময় খেয়াল রাখতে পারে না। এ জন্য অভিভাবকদের সচেতনতা প্রয়োজন।’
ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রী নিহতের ঘটনায় উপজেলার দুর্গাপুর এলাকায় শোকের আবহ বিরাজ করছে। নিহতদের স্বজনদের আহাজারি থামছেই না। তাদের সমবেদনা জানাতে বাড়িতে ছুটে আসছেন আশপাশের মানুষজন।
এদিকে সহপাঠী হারিয়ে শোকে পাথর হয়ে পড়েছে সহপাঠীরা। তারও নিহতের বাড়িতে ভিড় করছে। ঘটনার পর গতকাল তারা বিদ্যালয়ে যায়নি। এই দিন বিদ্যালয় বন্ধ রেখে যেন শ্রেণিকক্ষের বেঞ্চ, ব্ল্যাকবোর্ডকে শোক পালনের সুযোগ করে দেওয়া হয়েছে।
সহপাঠী ও শিক্ষকেরা জানান, নিহত শিক্ষার্থীরা একই মহল্লার হওয়ায় সব সময় একসঙ্গে বিদ্যালয়ে আসা-যাওয়া করত। খুব শান্ত প্রকৃতির ছিল তারা। তাদের মৃত্যু যেন কেউ কেউ বিশ্বাস করতে পারছে না। যেন তিনজন সখী ফুল কুড়াতে কোথাও গিয়েছে। সন্ধ্যা নামার আগেই ফিরে আসবে।
নিহত মিমের মামা ফারুক মিয়া জানান, মিমের বাবা মানসিক প্রতিবন্ধী। তাই মিমের মা রিনা আক্তার ও ভাই ফরহাদ এখানে থাকেন। মিমের মা গার্মেন্টসে কাজ করে পরিবার চালান। সে একাই স্কুলে যেত।
নিহত তাসপিয়ার নানা মো. রতন মিয়া জানান, তাসপিয়ার দুই ভাই। বাবা ওমান প্রবাসী। নানার বাড়িতে থেকেই সে লেখাপড়া করত।
নিহত লিমার কাকা আবু তাহের জানান, দুই বোন এক ভাইয়ের মধ্যে লিমা ছিল সবার ছোট। এক বোনের বিয়ে হয়ে গেছে। তার বাবা একজন সবজি বিক্রেতা। ভাই বাবার সঙ্গে ব্যবসায় সহযোগিতা করেন।
বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেকুর রহমান বলেন, ‘রেললাইন পারাপারে সতর্ক করলেও ছোট মানুষ সব সময় খেয়াল রাখতে পারে না। এ জন্য অভিভাবকদের সচেতনতা প্রয়োজন।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫