নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একটা ম্যাচ কি ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে? মোহামেডান কোচ আলফাজ আহমেদের কথায় অন্তত তা-ই মনে হতে পারে। এটা ম্যাচ ঠিক নয়, ফাইনাল বলাই ভালো। আলফাজ আহমেদের দল সেই ফাইনাল জিততে ভীষণ উন্মুখ। অবস্থা এমন দাঁড়িয়েছে, মোহামেডানের ভবিষ্যৎ যেন ঝুলে আছে আবাহনীর বিপক্ষে ফেডারেশন কাপের ফাইনাল ঘিরে!
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ ফেডারেশন কাপের ফাইনালে বেলা ৩টা ১৫ মিনিটে মুখোমুখি বাংলাদেশের ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আবাহনী লিমিটেড ও মোহামেডান। এই টুর্নামেন্টের রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনীর চ্যালেঞ্জ, নিজেদের মুকুট ধরে রাখার। আর ১০ বারের সেরা মোহামেডান চায় ২০০৯ সালের পর আবারও এই শিরোপার স্বাদ নিতে। ২০১৪ সালে স্বাধীনতা কাপ জয়ের পর ট্রফি শোকেসে যে শূন্যতা তৈরি হয়েছে, মোহামেডান চায় সেই দীর্ঘ হাহাকারের সমাপ্তিও টানতে।
নানা কারণেই অবশ্য ফেডারেশন কাপের শিরোপা জিততে চায় মোহামেডান। ২০০৭ সালে পেশাদার লিগ চালুর পর চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী যেখানে একের পর এক পেরিয়েছে সাফল্যের সিঁড়ি, মোহামেডান সেখানে প্রতিদ্বন্দ্বিতার বাজারে পিছিয়ে পড়ে হারিয়ে খুঁজছে নিজেদেরও। হারিয়ে খুঁজতে থাকা মোহামেডান নিজেদের সর্বশেষ শিরোপা জিতেছে ২০১৪ সালে। আবাহনীর সঙ্গে তাদের সবশেষ ফাইনাল ২০১১ সুপার কাপে। এক যুগের দীর্ঘ খরায় আবাহনী-মোহামেডান ফাইনালের উত্তেজনা যেন ভুলেই যেতে বসেছে বাংলাদেশের ফুটবল দর্শকেরা।
লিগে এবারও ধুঁকছে মোহামেডান। তবে ফেডারেশন কাপে তাদের ঠিক অন্য চেহারা; বিশেষ করে সেমিফাইনালে বসুন্ধরা কিংসকে হারানোর পর থেকেই লিগের দলটি বেশ আক্রমণাত্মক। আবাহনীর বিপক্ষে আজও একই ফুটবল খেলার পরিকল্পনা আলফাজ আহমেদের, ‘বসুন্ধরা কিংসকে হারানোর পরের ম্যাচগুলোয় আমরা যেভাবে আক্রমণাত্মক ফুটবল খেলেছি, সেটাই আগামীকাল (আজ) খেলব। আবাহনী অনেক বড় দল, ম্যাচে ৫০-৫০ সুযোগ আছে। যে ভালো খেলবে, সে-ই জিতবে।’
বিপিএল ফুটবলের মাঝপথে মোহামেডানের দায়িত্ব নিয়েছিলেন আলফাজ। তাঁর দায়িত্বে দলের পরিবর্তন নিয়ে মোহামেডানেরই সাবেক ফরোয়ার্ড বলছিলেন, ‘আমি কোচ হওয়ার পর একটা পরিবর্তন এসেছে। আমাদের শুরুটা ভালো ছিল না, কিন্তু ধীরে ধীরে দলে পরিবর্তন এসেছে। আমি কোচ হিসেবে অনেক খুশি। আমাদের একটা শিরোপা দরকার। দলও শিরোপা জিততে ক্ষুধার্ত।’
তবে শিরোপার দিক থেকে মোহামেডানের তুলনায় এগিয়ে আবাহনী। দলের পর্তুগিজ কোচ মারিও লেমোস জানেন, কীভাবে দলকে জেতাতে হয় শিরোপা। তবে ফাইনালটা মোহামেডানের বিপক্ষে বলেই সাবধানী পর্তুগিজ কোচ। ঢাকা ডার্বির আগে বলেছেন, ‘ভালো প্রস্তুতি নিয়েছি আমরা। কিন্তু এটা ফাইনাল, এখানে মনোযোগ হারানোর কোনো সুযোগ নেই। আক্রমণ, রক্ষণ—সব বিভাগেই নিখুঁত হতে হবে আমাদের।’
লেমোসের আবাহনী অধ্যায়ে এটিই প্রথম আবাহনী-মোহামেডান ফাইনাল। ঐতিহ্যবাহী ঢাকা ডার্বির উত্তেজনা নিজেও টের পাচ্ছেন তিনি, ‘যে ডার্বি ঘিরে এমন ইতিহাস, আবেগ আর উত্তেজনা, তার মধ্যে তো রোমাঞ্চের উপস্থিতি থাকবেই। আমিও রোমাঞ্চিত। আবাহনী-মোহামেডান ম্যাচের অংশ হতে পেরে সত্যিই ভাগ্যবান আমি।’
লম্বা বিরতির পর হওয়া এমন একটি ঝাঁজালো ফাইনালে জিততে পারলে আরও ভাগ্যবান মনে করতে পারেন লেমোস। কিন্তু আলফাজের মোহামেডান কি তা আর হতে দেবে?
একটা ম্যাচ কি ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে? মোহামেডান কোচ আলফাজ আহমেদের কথায় অন্তত তা-ই মনে হতে পারে। এটা ম্যাচ ঠিক নয়, ফাইনাল বলাই ভালো। আলফাজ আহমেদের দল সেই ফাইনাল জিততে ভীষণ উন্মুখ। অবস্থা এমন দাঁড়িয়েছে, মোহামেডানের ভবিষ্যৎ যেন ঝুলে আছে আবাহনীর বিপক্ষে ফেডারেশন কাপের ফাইনাল ঘিরে!
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ ফেডারেশন কাপের ফাইনালে বেলা ৩টা ১৫ মিনিটে মুখোমুখি বাংলাদেশের ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আবাহনী লিমিটেড ও মোহামেডান। এই টুর্নামেন্টের রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনীর চ্যালেঞ্জ, নিজেদের মুকুট ধরে রাখার। আর ১০ বারের সেরা মোহামেডান চায় ২০০৯ সালের পর আবারও এই শিরোপার স্বাদ নিতে। ২০১৪ সালে স্বাধীনতা কাপ জয়ের পর ট্রফি শোকেসে যে শূন্যতা তৈরি হয়েছে, মোহামেডান চায় সেই দীর্ঘ হাহাকারের সমাপ্তিও টানতে।
নানা কারণেই অবশ্য ফেডারেশন কাপের শিরোপা জিততে চায় মোহামেডান। ২০০৭ সালে পেশাদার লিগ চালুর পর চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী যেখানে একের পর এক পেরিয়েছে সাফল্যের সিঁড়ি, মোহামেডান সেখানে প্রতিদ্বন্দ্বিতার বাজারে পিছিয়ে পড়ে হারিয়ে খুঁজছে নিজেদেরও। হারিয়ে খুঁজতে থাকা মোহামেডান নিজেদের সর্বশেষ শিরোপা জিতেছে ২০১৪ সালে। আবাহনীর সঙ্গে তাদের সবশেষ ফাইনাল ২০১১ সুপার কাপে। এক যুগের দীর্ঘ খরায় আবাহনী-মোহামেডান ফাইনালের উত্তেজনা যেন ভুলেই যেতে বসেছে বাংলাদেশের ফুটবল দর্শকেরা।
লিগে এবারও ধুঁকছে মোহামেডান। তবে ফেডারেশন কাপে তাদের ঠিক অন্য চেহারা; বিশেষ করে সেমিফাইনালে বসুন্ধরা কিংসকে হারানোর পর থেকেই লিগের দলটি বেশ আক্রমণাত্মক। আবাহনীর বিপক্ষে আজও একই ফুটবল খেলার পরিকল্পনা আলফাজ আহমেদের, ‘বসুন্ধরা কিংসকে হারানোর পরের ম্যাচগুলোয় আমরা যেভাবে আক্রমণাত্মক ফুটবল খেলেছি, সেটাই আগামীকাল (আজ) খেলব। আবাহনী অনেক বড় দল, ম্যাচে ৫০-৫০ সুযোগ আছে। যে ভালো খেলবে, সে-ই জিতবে।’
বিপিএল ফুটবলের মাঝপথে মোহামেডানের দায়িত্ব নিয়েছিলেন আলফাজ। তাঁর দায়িত্বে দলের পরিবর্তন নিয়ে মোহামেডানেরই সাবেক ফরোয়ার্ড বলছিলেন, ‘আমি কোচ হওয়ার পর একটা পরিবর্তন এসেছে। আমাদের শুরুটা ভালো ছিল না, কিন্তু ধীরে ধীরে দলে পরিবর্তন এসেছে। আমি কোচ হিসেবে অনেক খুশি। আমাদের একটা শিরোপা দরকার। দলও শিরোপা জিততে ক্ষুধার্ত।’
তবে শিরোপার দিক থেকে মোহামেডানের তুলনায় এগিয়ে আবাহনী। দলের পর্তুগিজ কোচ মারিও লেমোস জানেন, কীভাবে দলকে জেতাতে হয় শিরোপা। তবে ফাইনালটা মোহামেডানের বিপক্ষে বলেই সাবধানী পর্তুগিজ কোচ। ঢাকা ডার্বির আগে বলেছেন, ‘ভালো প্রস্তুতি নিয়েছি আমরা। কিন্তু এটা ফাইনাল, এখানে মনোযোগ হারানোর কোনো সুযোগ নেই। আক্রমণ, রক্ষণ—সব বিভাগেই নিখুঁত হতে হবে আমাদের।’
লেমোসের আবাহনী অধ্যায়ে এটিই প্রথম আবাহনী-মোহামেডান ফাইনাল। ঐতিহ্যবাহী ঢাকা ডার্বির উত্তেজনা নিজেও টের পাচ্ছেন তিনি, ‘যে ডার্বি ঘিরে এমন ইতিহাস, আবেগ আর উত্তেজনা, তার মধ্যে তো রোমাঞ্চের উপস্থিতি থাকবেই। আমিও রোমাঞ্চিত। আবাহনী-মোহামেডান ম্যাচের অংশ হতে পেরে সত্যিই ভাগ্যবান আমি।’
লম্বা বিরতির পর হওয়া এমন একটি ঝাঁজালো ফাইনালে জিততে পারলে আরও ভাগ্যবান মনে করতে পারেন লেমোস। কিন্তু আলফাজের মোহামেডান কি তা আর হতে দেবে?
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪