Ajker Patrika

ভৈরবে গণহত্যা দিবস আজ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৪: ৩০
ভৈরবে গণহত্যা দিবস আজ

ভৈরব গণহত্যা দিবস আজ ১৪ এপ্রিল। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনারা নির্বিচারে গুলি করে ভৈরবের প্রায় ৫ শতাধিক নিরস্ত্র মানুষকে হত্যা করে। উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের পানাউল্লারচর এলাকার আলগড়া নামক খেয়াঘাটে এই গণহত্যা চালানো হয়। এ ছাড়া বিভিন্ন অঞ্চলের লোকজনকে ধরে এনে মেঘনা নদীর পাড়ে রেলওয়ে সেতুর নিচে গুলি করে এবং বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে নদীতে লাশ ভাসিয়ে দেয় পাকিস্তানি সেনারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭১ সালের ১৪ এপ্রিল ভৈরব দখল করতে পাকিস্তানি সেনা বাহিনী ভৈরব বন্দরকে ঘিরে গোলাবর্ষণ করতে শুরু করে। আতঙ্কে শহর ছেড়ে শত শত মানুষ ব্রহ্মপুত্র নদ পার হওয়ার জন্য জড়ো হয় আলগড়া খেয়াঘাটে। এ সময় হেলিকপ্টার থেকে পাক সেনারা গুলি ছুড়ে। শুধু তাই নয়, ময়মনসিংহ-ভৈরব রেল লাইন ধরে শহরের দিকে অগ্রসর হয়ে খেয়া ঘাটে অপেক্ষমাণ মানুষকে নির্বিচারে গুলি হত্যা করে পাকিস্তানি সেনারা। এর পর মৃতদেহগুলো কাছাকাছি একটু উঁচু জমিতে নিয়ে মাটি চাপা দেয় তাঁরা। প্রতি বছর পয়লা বৈশাখ এলেই স্বজন হারানোর বেদনায় অনেকেই নীরবে কাঁদেন। মোছেন চোখের জল। সারা দেশে যখন নববর্ষের উৎসব চলে তখন ব্রহ্মপুত্র নদ ও মেঘনা নদী এলাকার মানুষের মনে নেমে আসে শোকের ছায়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত