থানচি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানে থানচি হেডম্যানপাড়ার ক্রইমুই প্রু মারমা ৯৮ বছর বয়সে মারা গেছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টা দিকে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের ওই পাড়া নিজ বাড়িতে মারা যান।
ক্রইমুই প্রু মারমাকে গতকাল বৃহস্পতিবার বিকেলে থানচি হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারের পাশে চাইনক্যং-এ রাখা হয়েছে। আগামী ডিসেম্বরে তাঁর শেষ অন্তেষ্ঠিক্রীয়া হবে বলে জানা গেছে।
ক্রইমুই প্রু মারমা থানচি মৌজা প্রধান (হেডম্যান) প্রয়াত উশৈমং মারমার সহধর্মিণী এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান হেডম্যান হ্লাফসু মারমার মা। তিনি ৮ ছেলে ও অনেক নাতি-নাতনি রেখে গেছেন।
ক্রইমুই প্রু মারমার ছেলে হ্লাফসু হেডম্যান আজকের পত্রিকাকে বলেন, ‘বৌদ্ধধর্ম অনুসারে আমার মা দীর্ঘদিন ধরে ভিক্ষুনি (সুডমা) ছিলেন। তাই আজ (বৃহস্পতিবার) আমাদের স্বজন ও বৌদ্ধভিক্ষুদের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকের আগামী ডিসেম্বরে থানচি কেন্দ্রীয় শ্মশানে তাঁর শেষ অন্তেষ্ঠিক্রীয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে ক্রইমুই প্রুর মৃত দেহ শেষবার দেখতে তাঁর বাড়িতে শত শত ভক্ত ভিড় করেন। তাঁর মৃত্যুতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা, সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো, সাবেক ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো, সংরক্ষিত ইউপি সদ্য নুচিংপ্রু মারমা, হ্লাহ্লায়ি মারমা, ইউপি সদস্য ডেভিট ত্রিপুরা ফুল দিয়ে ক্রইমুই প্রুর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি উবামং মারমা, সাবেক সভাপতি ম্যথোয়াইম্যা মারমা রনি, নির্বাহী সদস্য স্বপন কুমার বিশ্বাস, যুবলীগের সভাপতি সচিন ত্রিপুরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বান্দরবানে থানচি হেডম্যানপাড়ার ক্রইমুই প্রু মারমা ৯৮ বছর বয়সে মারা গেছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টা দিকে উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের ওই পাড়া নিজ বাড়িতে মারা যান।
ক্রইমুই প্রু মারমাকে গতকাল বৃহস্পতিবার বিকেলে থানচি হেডম্যানপাড়া বৌদ্ধ বিহারের পাশে চাইনক্যং-এ রাখা হয়েছে। আগামী ডিসেম্বরে তাঁর শেষ অন্তেষ্ঠিক্রীয়া হবে বলে জানা গেছে।
ক্রইমুই প্রু মারমা থানচি মৌজা প্রধান (হেডম্যান) প্রয়াত উশৈমং মারমার সহধর্মিণী এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান হেডম্যান হ্লাফসু মারমার মা। তিনি ৮ ছেলে ও অনেক নাতি-নাতনি রেখে গেছেন।
ক্রইমুই প্রু মারমার ছেলে হ্লাফসু হেডম্যান আজকের পত্রিকাকে বলেন, ‘বৌদ্ধধর্ম অনুসারে আমার মা দীর্ঘদিন ধরে ভিক্ষুনি (সুডমা) ছিলেন। তাই আজ (বৃহস্পতিবার) আমাদের স্বজন ও বৌদ্ধভিক্ষুদের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকের আগামী ডিসেম্বরে থানচি কেন্দ্রীয় শ্মশানে তাঁর শেষ অন্তেষ্ঠিক্রীয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে ক্রইমুই প্রুর মৃত দেহ শেষবার দেখতে তাঁর বাড়িতে শত শত ভক্ত ভিড় করেন। তাঁর মৃত্যুতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বাশৈচিং চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খামলাই ম্রো, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা, সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো, সাবেক ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো, সংরক্ষিত ইউপি সদ্য নুচিংপ্রু মারমা, হ্লাহ্লায়ি মারমা, ইউপি সদস্য ডেভিট ত্রিপুরা ফুল দিয়ে ক্রইমুই প্রুর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি উবামং মারমা, সাবেক সভাপতি ম্যথোয়াইম্যা মারমা রনি, নির্বাহী সদস্য স্বপন কুমার বিশ্বাস, যুবলীগের সভাপতি সচিন ত্রিপুরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫