Ajker Patrika

দাগনভূঞায় ৯ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

দাগনভুঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৫
দাগনভূঞায় ৯ চেয়ারম্যান  প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফেনীর দাগনভূঞায় চেয়ারম্যান পদে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া চেয়ারম্যান পদে ১৯ জন, ইউপি সদস্য পদে ৩৪০ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৪৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। প্রার্থিতা যাচাই-বাছাই শেষে গত সোমবার সন্ধ্যায় এ ঘোষণা দেন উপজেলার রিটার্নিং কর্মকর্তারা।

চেয়ারম্যান পদে বাতিল হওয়া প্রার্থীরা হলেন সিন্দুরপুর ইউপিতে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ, স্বতন্ত্র প্রার্থী জাকের হোসেন, দেলোয়ার হোসেন, ছায়েদুল হক ও মো. নুর নবী। রাজাপুর ইউপিতে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আলী রাজা চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন ও মো. রহমত উল্যাহ। জায়লস্কর ইউপিতে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী গিয়াস উদ্দীন।

চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন, সিন্দুরপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুর নবী, মো. ইউছুফ, লোকমান হোসেন, আমির হোসেন, মো. শহীদ হোসেন রানা ও মো. হোসেন।

রাজাপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন মামুন। জায়লস্কর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশীদ মিলন ও রফিকুল ইসলাম।

পূর্বচন্দ্রপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদ রায়হান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. ইউছুফ, সুলতান আহমেদ ও নুর নবী। ইয়াকুবপুর ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ফোরকান বুলবুল, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবু ছুফিয়ান।

মাতুভূঞা ইউনিয়নে আওয়ামী’লীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল মামুন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবদুর রহিম, শামছুর রহমান, সোহেল আহমেদ।

উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা আপিল করতে পারবেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, এই ধাপে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত