এস এম নূর মোহাম্মদ, ঢাকা
বন্ধু ধার দেওয়া টাকা ফেরত চাইলে খুনের সিদ্ধান্ত নেন। খুনের পর লাশ গুম করেন। তবে শেষরক্ষা হয়নি। একসময় নিজেই স্বীকার করেন খুনের কথা। ওই হত্যা মামলায় বিচারিক আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। ছয় বছর কনডেমড সেলে থাকার পর হাইকোর্টের রায়ে খালাস পান তিনি। তবে ১২ দিনের মাথায় খালাসের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
মামলা সূত্রে জানা যায়, খালাসের রায় স্থগিত হওয়া ওই আসামির নাম আবদুল মালেক। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। তাঁর বন্ধু রুবেল (২২) খুন হন ২০০৯ সালের ৪ সেপ্টেম্বর। সেদিন তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান পাশের গ্রামের বন্ধু মালেক (২৩)। তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর খোঁজে বাবা তোবজুল কয়েকবার মালেকের কাছে গেলেও কিছু জানেন না বলে এড়িয়ে যান। ওই বছরের ১০ অক্টোবর তিনি আবার মালেকের কাছে যান এবং ছেলের খোঁজ না দিলে কবিরাজের কাছে যাওয়ার হুমকি দেন। এতে ভয় পেয়ে রুবেলকে ডেকে নিয়ে খুনের কথা চাচা রফিককে বলে দেন মালেক। খবর পেয়ে পুলিশ মালেককে আটক করে এবং তাঁর দেখানো মতে খাল থেকে রুবেলের কঙ্কাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই তোবজুল শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
নথি থেকে জানা যায়, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মালেক বলেন, রুবেল ২০০৮ সালের আগস্টে দুবাই যাওয়ার আগে তিনি ১১ হাজার টাকা ধার দিয়েছিলেন। রুবেল পরের বছর এপ্রিলে দেশে ফিরলে তিনি টাকা ফেরত চাইলে ১৮ হাজার টাকা দেন। এ থেকে ১৫ হাজার টাকা দিয়ে তিনি গরু কেনার দুই দিন পর রুবেল টাকা ফেরত চান। টাকা না থাকায় উপায় না পেয়ে তিনি রুবেলকে খুনের সিদ্ধান্ত নেন। তাঁকে বাড়ি থেকে ডেকে এনে বাগানে নিয়ে হাঁসুয়া দিয়ে খুন করেন। পাশের আখখেতে লাশ পুঁতে রাখেন। এক মাস দুই দিন পর সেখানে গিয়ে রুবেলের খুলি, হাত ও পায়ের হাড় বস্তায় ভরে এক কিলোমিটার দূরে চোহার সেতুর খালে ফেলে দেন। পরে পুলিশ তাঁর দেখানো মতে সেখান থেকে এগুলো উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জের আদালত ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর এ মামলার রায়ে একমাত্র আসামি মালেককে মৃত্যুদণ্ডাদেশ দেন। রায়ের পর তাঁকে পাঠানো হয় কনডেমড সেলে। ডেথ রেফারেন্স পাঠানো হয় হাইকোর্টে। জেল আপিল ও নিয়মিত আপিল করেন মালেক। শুনানি শেষে চলতি বছরের ১৩ সেপ্টেম্বর রায় দেন বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ। রায়ে ডেথ রেফারেন্স খারিজ ও আসামির আপিল মঞ্জুর করে তাঁকে খালাস দেওয়া হয়।
হাইকোর্টে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমেদ হিরু। গতকাল তিনি বলেন, আসামিপক্ষের যুক্তি ছিল এক মাস ছয় দিন পর মামলা হয়েছে। ওই লাশ রুবেলের কি না, তা যাচাইয়ের জন্য ডিএনএ পরীক্ষা করা হয়নি। তবে রাষ্ট্রপক্ষ বলেছে, আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়েছেন। বিচারিক আদালতের সাজা বহাল রাখার আরজি জানিয়েছিল রাষ্ট্রপক্ষ।
মালেকের পক্ষে ছিলেন আইনজীবী এস এম মাহবুবুল ইসলাম।
খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত সোমবার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম খালাসের রায় স্থগিত করেন। চেম্বার আদালতে এই মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। তিনি আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি অস্বাভাবিক হওয়ায় চেম্বার বিচারপতি খালাসের রায় স্থগিত করেছেন। তবে আসামিকে কনডেমড সেল থেকে সাধারণ সেলে নিতে নির্দেশ দিয়েছেন।
বন্ধু ধার দেওয়া টাকা ফেরত চাইলে খুনের সিদ্ধান্ত নেন। খুনের পর লাশ গুম করেন। তবে শেষরক্ষা হয়নি। একসময় নিজেই স্বীকার করেন খুনের কথা। ওই হত্যা মামলায় বিচারিক আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। ছয় বছর কনডেমড সেলে থাকার পর হাইকোর্টের রায়ে খালাস পান তিনি। তবে ১২ দিনের মাথায় খালাসের রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
মামলা সূত্রে জানা যায়, খালাসের রায় স্থগিত হওয়া ওই আসামির নাম আবদুল মালেক। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। তাঁর বন্ধু রুবেল (২২) খুন হন ২০০৯ সালের ৪ সেপ্টেম্বর। সেদিন তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান পাশের গ্রামের বন্ধু মালেক (২৩)। তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর খোঁজে বাবা তোবজুল কয়েকবার মালেকের কাছে গেলেও কিছু জানেন না বলে এড়িয়ে যান। ওই বছরের ১০ অক্টোবর তিনি আবার মালেকের কাছে যান এবং ছেলের খোঁজ না দিলে কবিরাজের কাছে যাওয়ার হুমকি দেন। এতে ভয় পেয়ে রুবেলকে ডেকে নিয়ে খুনের কথা চাচা রফিককে বলে দেন মালেক। খবর পেয়ে পুলিশ মালেককে আটক করে এবং তাঁর দেখানো মতে খাল থেকে রুবেলের কঙ্কাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই তোবজুল শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
নথি থেকে জানা যায়, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মালেক বলেন, রুবেল ২০০৮ সালের আগস্টে দুবাই যাওয়ার আগে তিনি ১১ হাজার টাকা ধার দিয়েছিলেন। রুবেল পরের বছর এপ্রিলে দেশে ফিরলে তিনি টাকা ফেরত চাইলে ১৮ হাজার টাকা দেন। এ থেকে ১৫ হাজার টাকা দিয়ে তিনি গরু কেনার দুই দিন পর রুবেল টাকা ফেরত চান। টাকা না থাকায় উপায় না পেয়ে তিনি রুবেলকে খুনের সিদ্ধান্ত নেন। তাঁকে বাড়ি থেকে ডেকে এনে বাগানে নিয়ে হাঁসুয়া দিয়ে খুন করেন। পাশের আখখেতে লাশ পুঁতে রাখেন। এক মাস দুই দিন পর সেখানে গিয়ে রুবেলের খুলি, হাত ও পায়ের হাড় বস্তায় ভরে এক কিলোমিটার দূরে চোহার সেতুর খালে ফেলে দেন। পরে পুলিশ তাঁর দেখানো মতে সেখান থেকে এগুলো উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জের আদালত ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর এ মামলার রায়ে একমাত্র আসামি মালেককে মৃত্যুদণ্ডাদেশ দেন। রায়ের পর তাঁকে পাঠানো হয় কনডেমড সেলে। ডেথ রেফারেন্স পাঠানো হয় হাইকোর্টে। জেল আপিল ও নিয়মিত আপিল করেন মালেক। শুনানি শেষে চলতি বছরের ১৩ সেপ্টেম্বর রায় দেন বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ। রায়ে ডেথ রেফারেন্স খারিজ ও আসামির আপিল মঞ্জুর করে তাঁকে খালাস দেওয়া হয়।
হাইকোর্টে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমেদ হিরু। গতকাল তিনি বলেন, আসামিপক্ষের যুক্তি ছিল এক মাস ছয় দিন পর মামলা হয়েছে। ওই লাশ রুবেলের কি না, তা যাচাইয়ের জন্য ডিএনএ পরীক্ষা করা হয়নি। তবে রাষ্ট্রপক্ষ বলেছে, আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়েছেন। বিচারিক আদালতের সাজা বহাল রাখার আরজি জানিয়েছিল রাষ্ট্রপক্ষ।
মালেকের পক্ষে ছিলেন আইনজীবী এস এম মাহবুবুল ইসলাম।
খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত সোমবার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম খালাসের রায় স্থগিত করেন। চেম্বার আদালতে এই মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। তিনি আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি অস্বাভাবিক হওয়ায় চেম্বার বিচারপতি খালাসের রায় স্থগিত করেছেন। তবে আসামিকে কনডেমড সেল থেকে সাধারণ সেলে নিতে নির্দেশ দিয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২০ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪