Ajker Patrika

রয়্যাল থাই গভর্নমেন্ট স্কলারশিপ

ফারিয়া ইসলাম দীপ্তি
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১০: ২১
রয়্যাল থাই গভর্নমেন্ট স্কলারশিপ

উচ্চশিক্ষার জন্য একসময় সবাই পশ্চিমা দেশগুলোতে ভিড় জমাত। এখন এশিয়ার দেশগুলোও উচ্চশিক্ষায় এগিয়ে যাচ্ছে। এশিয়ার দেশগুলোর অনেক বিশ্ববিদ্যালয় মানসম্মত শিক্ষা প্রদান করছে। এর মধ্যে অন্যতম হলো থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি)।

থাইল্যান্ডের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এআইটি একটি। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এই ইউনিভার্সিটিতে প্রায় ৫০টি দেশের শিক্ষার্থীরা অধ্যয়নরত আছেন। শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৭০ ভাগই থাইল্যান্ডের বাইরে থেকে আসা। এর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী ভারত, নেপাল ও শ্রীলঙ্কার। ১৯৮৯ সালে বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত ম্যাগসেসে অ্যাওয়ার্ড পায়।

যে বিষয় পড়া যাবে

এআইটিতে মাস্টার্স, পিএইচডি, ডুয়েল ডিগ্রি প্রোগ্রামসহ আরও বেশ কয়েক প্রকারের প্রোগ্রামে ভর্তি হওয়া যাবে। বিভিন্ন ডিগ্রি প্রোগ্রামের মধ্যে ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট, ফুড ইনোভেশন, নিউট্রিশন অ্যান্ড হেলথ, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, ওয়াটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ম্যানেজমেন্ট, এগ্রিকালচার অন্যতম। এই ভার্সিটি মাস্টার্স লেভেলে ডুয়েল প্রোগ্রাম অফার করে। ডুয়েল প্রোগ্রাম বলতে এক বছর ছাত্রছাত্রীরা এআইটিতে এবং পরের বছর এর পার্টনার ভার্সিটিতে গিয়ে লেখাপড়া করতে পারবেন।

স্কলারশিপ

প্রতিবছর এআইটি বিদেশি স্টুডেন্টের জন্য বিভিন্ন ক্যাটাগরির স্কলারশিপ অফার করে থাকে। তার মধ্যে অন্যতম হলো রয়্যাল থাই গভর্নমেন্ট স্কলারশিপ। এই স্কলারশিপ পেলে ছাত্রছাত্রীদের ভার্সিটিকে কোনো প্রকারের টিউশন ফি, ডর্ম ফি দিতে হয় না। বরং ভার্সিটি থেকে তাদের প্রতি মাসে কিছু টাকা হাতখরচের জন্য দেওয়া হবে। ক্যাম্পাসে থাকলে থাকা-খাওয়াসহ আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রতি মাসে ১৫-২০ হাজার টাকা লাগতে পারে। তবে লোকভেদে কম-বেশি হতে পারে। এ ছাড়া এআইটির নিজস্ব স্কলারশিপ আছে। স্টুডেন্টদের একাডেমিক প্রোফাইলের ওপর ভিত্তি করে তারা টিউশন ফির ওপর ১০০% পর্যন্ত স্কলারশিপ দিয়ে থাকে।

আবেদনের প্রক্রিয়া

এআইটিতে আবেদন করতে খুব একটা ঝামেলায় পড়তে হবে না। তাদের ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে খুব সহজেই আবেদন করা যায়। প্রতিবছর প্রোগ্রামভেদে তিনটি সেশনে আবেদন করা যায়। আবেদন ফি ২৫ ডলার। এটা মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমে দেওয়া যায়। আবেদন করতে আইইএলটিএসে ন্যূনতম ৬.০ থাকতে হবে এবং টোফেলে ৮০ থাকতে হবে। বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত