Ajker Patrika

ছয় বছর পর পেয়ারার সুবাস

ছয় বছর পর পেয়ারার সুবাস

নুরুল আলম আতিকের ‘ডুবসাঁতার’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল জয়া আহসানের। বছর ছয়েক আগে জয়া অভিনয় করেছিলেন ‘পেয়ারার সুবাস’ নামে আতিকের আরও এক সিনেমায়। শুটিং শেষ হলেও নানা কারণে মুক্তি পায়নি সিনেমাটি। আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’।

এই তথ্য নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের স্বত্বাধিকারী শাহরিয়ার শাকিল। তিনি বলেন, ‘সিনেমাটি দেখার জন্য দর্শক অনেক দিন ধরে অপেক্ষা করছেন। আশা করি গুণী নির্মাতা নুরুল আলম আতিকের সিনেমা দিয়ে জয়া আহসান আরও একবার বাজিমাত করবেন।’

এ প্রসঙ্গে নির্মাতা নুরুল আলম আতিক বলেন, ‘আমরা দর্শকের কাছে “পেয়ারার সুবাস” পৌঁছে দিতে প্রস্তুত। সিনেমাটি নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হবে জানুয়ারিতে।’ জয়া আহসান বলেন, ‘এটা একটা দুর্ধর্ষ সিনেমা। আতিক যে বিষয়টি নিয়ে সিনেমাটি নির্মাণ করেছে, এ ধরনের বিষয়  নিয়ে সাধারণত কেউ সাহস দেখায় না।

বাঙালির বৈবাহিক যৌনজীবনে পুরুষের আধিপত্য নিয়ে প্রশ্ন তোলার গল্প পেয়ারার সুবাস, যা প্রায় প্রতিটি বাঙালি নারীর বৈবাহিক যৌনজীবনের অভিজ্ঞতাকে উপস্থাপন করবে। কেমন হয়েছে, সেটা দর্শক ভালো বলতে পারবেন।’

সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত