Ajker Patrika

দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচার গাড়িতে হামলা, ভাঙচুর

চারঘাট প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১১: ০৮
দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচার গাড়িতে হামলা, ভাঙচুর

চারঘাট উপজেলার দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিকেলে সদর ইউনিয়নে মোজাম্মেল হক ও শলুয়ায় জিয়াউল হক মাসুমের প্রচারে এ হামলা চালানো হয় বলে তাঁরা দাবি করেছেন।

দুই প্রার্থীই ওই দুই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। এ বিষয়ে চারঘাট মডেল থানা ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা।

চারঘাট সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক লিখিত অভিযোগে জানান, বৃহস্পতিবার তাঁর কর্মী-সমর্থকেরা আনারস মার্কার পোস্টার নিয়ে ব্যাটারিচালিত অটো গাড়িতে মাইক লাগিয়ে প্রচার চালাচ্ছিলেন। প্রচার গাড়ি বুদিরহাট বাজারের উত্তরে মাহাবুল ডাক্তারের বাড়ির সামনে পৌঁছালে ওই এলাকার মাজেল, রাব্বি, নুরু ও জাহাঙ্গীর হামলা চালায়। এ সময় গাড়ি, মাইক ও ব্যাটারি ভাঙচুর করা হয়। নৌকার প্রার্থী ফজলুল হক এ ঘটনায় ইন্ধন দিয়েয়ে বলে দাবি করেন তিনি।

তবে স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে হামলার বিষয়ে প্রতিপক্ষের অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী ফজলুল হক। তিনি বলেন, ‘ওই স্বতন্ত্র প্রার্থী ভোটারদের সহানুভূতি আদায়ের জন্য নিজেই গাড়িতে হামলা চালিয়েছেন। আমার কোনো কর্মী বা সমর্থক জড়িত নয়।’

এদিকে, শলুয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মাসুম লিখিত অভিযোগে জানান, বৃহস্পতিবার বিকেলে বালুদিয়াড় বাজারে তাঁর প্রচার গাড়িতে মাদক কারবারি মুক্তা বাহিনী হামলা চালায়। মাইক অকেজো করে দেওয়া হয়। পরবর্তীতে প্রচারে বের হলে গাড়ি পুড়িয়ে ফেলার হুমকি দেওয়া হয়েছে।

এ বিষয়ে মুক্তা আলীকে একাধিকবার ফোন করা হয়। কিন্তু ওপাশ থেকে সাড়া মেলেনি তাঁর।

চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনাটি জানানো হবে। নির্বাচনী পরিবেশ সুন্দর রাখতে প্রশাসনের সহযোগিতায় কাজ করে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত