Ajker Patrika

মাদ্রাসার আয়া পদে চাকরির জন্য ৪ লাখ টাকার চুক্তি!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১১: ৪৭
মাদ্রাসার আয়া পদে চাকরির জন্য ৪ লাখ টাকার চুক্তি!

নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের সাবিলপুর দাখিল মাদ্রাসায় চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের সভাপতির বিরুদ্ধে।

অভিযুক্ত ব্যক্তির নাম মোজাফফর হোসেন (৬০)। তিনি পাঁড়ইল ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগী সিদ্দিক হোসেন বলেন, দাখিল মাদ্রাসায় তাঁর পুত্রবধূকে আয়া পদে চাকরি দেওয়ার নাম করে ৪ লাখ টাকা চুক্তিতে নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা দেওয়া হয়; বাকি টাকা চাকরি হওয়ার পরে দেওয়ার কথা। কিন্তু চাকরি না দিয়ে তিনি টালবাহানা করেন। এখন ওই টাকা ফেরত দিতে গড়িমসি করছেন তিনি।

জানতে চাইলে মোজাফফর হোসেন বলেন, তিনি তাঁদের কাছ থেকে কোনো টাকা নেননি। চাকরির জন্য আবেদন করতে বলা হয়েছিল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে মাদ্রাসাটি এখনো এমপিওভুক্ত হয়নি।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, থানায় একটি মামলা করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত