গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে আনোয়ারা বেগমের (৪০) সংসার। অনেক স্বপ্ন ছিল পরিবারটির। সুখে-শান্তিতে বসবাস করে আসছিলেন পরিবার নিয়ে। কিন্তু দুই সপ্তাহ আগে ভয়াবহ বন্যা তাঁর জীবনে কালো মেঘ হয়ে নেমে আসে। নিজের তৈরি সব স্বপ্ন ধূলিসাৎ করে দেয় প্রলয়ংকরী বন্যা। নিজের ঘরবাড়ি ভেঙে যাওয়ায় এখন তিনি অন্যের বসতঘরে বাস করছেন।
সুখের জীবনের স্মৃতিচারণ করে কাঁদতে কাঁদতে আনোয়ারা বলেন, ‘স্বামীডাও বেকার। ঋণ করে পোলাডারে বিদেশ দিছিলাম। তারপর পোলাডা টাকা-পয়সা দিল আর ব্যাংক থাইকা লোন নিয়া ঘরডা করছিলাম। এই বন্যায় আমগো সবকিছু শেষ কইরা দিল। এইবারের মতো বন্যা আর দেখি নাই। অখন যে কিবা করে আমরা বাঁচমু বাজান, আমগো কোনো পথ নাই। খালি বাড়িডাই আমার আছে। আর কিচ্ছু নাই।’
পরিবারের অসহায়ত্ব প্রকাশ করে আনোয়ারা বেগম আরও বলেন, ‘এখন মাইনসের বাড়িতে গিয়া উঠছি। মাইনসে যেটা দিতাছে, তা-ই খাইতাছি। আর এখন থাকার মতো, চলার মতো অবস্থা নাই। সরকারে যদি কিছু দিত, তাইলে আমরা চলতে পারতাম।’
আনোয়ারা বেগমের ছেলে ইমরান আহমদ মালদ্বীপপ্রবাসী। তিনি বন্যার আগেই দেশে এসেছেন। পরিবারের সঙ্গে ঈদ করার ইচ্ছে ছিল। কিন্তু তাঁর ঈদের খুশি বানের জলে ভেসে গেছে।
ইমরান বলেন, ‘বিদেশ যাওয়ার সময় লোন করে গিয়েছিলাম। সাত বছর পর দেশে এসেছি পরিবারের সঙ্গে একটা ঈদ করতে। কিন্তু বন্যায় আমাদের বাড়িঘর ভেঙে গেছে। ঘরের সবকিছু পানিতে নিয়ে গেছে। নিজের পাসপোর্ট, কাগজপত্র, পারমিট ভিসাসহ প্রয়োজনীয় সবকিছু নিয়া গেছে। এখন বিদেশও যাইতে পারব না। ওই দেশের মালিকও যোগাযোগ করছে, তাঁরা বলছে কাগজপাতি ছাড়া যাওয়া যাবে না।’
আসামপাড়া এলাকার জুলহাস মিয়াও তাঁর পাকা বসতঘর হারিয়ে নিঃস্বপ্রায়। পরিবারে বৃদ্ধ মা, চার ছেলে ও স্ত্রী নিয়ে বাস করতেন। বন্যায় সবকিছু হারিয়ে তিনিও দিশেহারা।
শুধু আনোয়ারা বেগম ও জুলহাস মিয়াই নন, বরং গোয়াইনঘাটের নয়াগাঙের পাড় এলাকার আরও আটটি পরিবার এবারের বন্যায় বসতঘর হারিয়েছে। সব হারিয়ে এই মানুষগুলোর জীবনে নেমে এসেছে কালো মেঘ। তাঁদের দুঃখ-দুর্দশার যেন অন্ত নেই। ঘরের মালামাল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। কয়েক দিন আগেও সবাই আশা নিয়ে বেঁচে থাকার অবলম্বন করছিলেন। কিন্তু হঠাৎই এই কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে তাঁদের স্বপ্ন। এখন স্বপ্ন নয়, বেঁচে থাকার লড়াইটাই যেন তাঁদের কাছে অনেক বড় হয়ে দেখা দিয়েছে।
স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে আনোয়ারা বেগমের (৪০) সংসার। অনেক স্বপ্ন ছিল পরিবারটির। সুখে-শান্তিতে বসবাস করে আসছিলেন পরিবার নিয়ে। কিন্তু দুই সপ্তাহ আগে ভয়াবহ বন্যা তাঁর জীবনে কালো মেঘ হয়ে নেমে আসে। নিজের তৈরি সব স্বপ্ন ধূলিসাৎ করে দেয় প্রলয়ংকরী বন্যা। নিজের ঘরবাড়ি ভেঙে যাওয়ায় এখন তিনি অন্যের বসতঘরে বাস করছেন।
সুখের জীবনের স্মৃতিচারণ করে কাঁদতে কাঁদতে আনোয়ারা বলেন, ‘স্বামীডাও বেকার। ঋণ করে পোলাডারে বিদেশ দিছিলাম। তারপর পোলাডা টাকা-পয়সা দিল আর ব্যাংক থাইকা লোন নিয়া ঘরডা করছিলাম। এই বন্যায় আমগো সবকিছু শেষ কইরা দিল। এইবারের মতো বন্যা আর দেখি নাই। অখন যে কিবা করে আমরা বাঁচমু বাজান, আমগো কোনো পথ নাই। খালি বাড়িডাই আমার আছে। আর কিচ্ছু নাই।’
পরিবারের অসহায়ত্ব প্রকাশ করে আনোয়ারা বেগম আরও বলেন, ‘এখন মাইনসের বাড়িতে গিয়া উঠছি। মাইনসে যেটা দিতাছে, তা-ই খাইতাছি। আর এখন থাকার মতো, চলার মতো অবস্থা নাই। সরকারে যদি কিছু দিত, তাইলে আমরা চলতে পারতাম।’
আনোয়ারা বেগমের ছেলে ইমরান আহমদ মালদ্বীপপ্রবাসী। তিনি বন্যার আগেই দেশে এসেছেন। পরিবারের সঙ্গে ঈদ করার ইচ্ছে ছিল। কিন্তু তাঁর ঈদের খুশি বানের জলে ভেসে গেছে।
ইমরান বলেন, ‘বিদেশ যাওয়ার সময় লোন করে গিয়েছিলাম। সাত বছর পর দেশে এসেছি পরিবারের সঙ্গে একটা ঈদ করতে। কিন্তু বন্যায় আমাদের বাড়িঘর ভেঙে গেছে। ঘরের সবকিছু পানিতে নিয়ে গেছে। নিজের পাসপোর্ট, কাগজপত্র, পারমিট ভিসাসহ প্রয়োজনীয় সবকিছু নিয়া গেছে। এখন বিদেশও যাইতে পারব না। ওই দেশের মালিকও যোগাযোগ করছে, তাঁরা বলছে কাগজপাতি ছাড়া যাওয়া যাবে না।’
আসামপাড়া এলাকার জুলহাস মিয়াও তাঁর পাকা বসতঘর হারিয়ে নিঃস্বপ্রায়। পরিবারে বৃদ্ধ মা, চার ছেলে ও স্ত্রী নিয়ে বাস করতেন। বন্যায় সবকিছু হারিয়ে তিনিও দিশেহারা।
শুধু আনোয়ারা বেগম ও জুলহাস মিয়াই নন, বরং গোয়াইনঘাটের নয়াগাঙের পাড় এলাকার আরও আটটি পরিবার এবারের বন্যায় বসতঘর হারিয়েছে। সব হারিয়ে এই মানুষগুলোর জীবনে নেমে এসেছে কালো মেঘ। তাঁদের দুঃখ-দুর্দশার যেন অন্ত নেই। ঘরের মালামাল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। কয়েক দিন আগেও সবাই আশা নিয়ে বেঁচে থাকার অবলম্বন করছিলেন। কিন্তু হঠাৎই এই কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে তাঁদের স্বপ্ন। এখন স্বপ্ন নয়, বেঁচে থাকার লড়াইটাই যেন তাঁদের কাছে অনেক বড় হয়ে দেখা দিয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫