বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হোগলাকান্দি গ্রামে আওয়ামী লীগ নেতা কাজী সারোয়ার জাহানের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে রুপসদী ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম মিয়া ও ছলিমাবাদ ইউপি চেয়ারম্যান মো. জালাল মিয়ার বিরুদ্ধে। কাজী সারোয়ার জাহানের অভিযোগ, তাঁকে হত্যার উদ্দেশ্যে ওই দুই চেয়ারম্যানের নির্দেশে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তবে বাড়িতে না থাকায় তিনি বেঁচে যান। অন্যদিকে রুপসদী ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম মিয়া ও ছলিমাবাদ ইউপি চেয়ারম্যান মো. জালাল মিয়া এ অভিযোগ অস্বীকার করেছেন।
কাজী সরোয়ারের পরিবার সূত্রে জানা গেছে, বেশকিছু সিসিটিভি ভেঙে ফেলা হয়েছে। অন্য সিসিটিভির ফুটেজ দেখা গেছে কবির খান, রাসেল হায়দার, বাদল, জালাল চেয়ারম্যানের ভাই মুক্তো মিয়া, ওয়াহিদ মেম্বার, ওয়াহিদ মেম্বারের ছেলে আল-আমিন এবং আরও ২৫-৩০ জন হামলায় জড়িত ছিলেন। সারোয়ার জাহানের ঘরের ভেতরে প্রবেশ করে প্রায় ৮ লাখ টাকার মালামাল ক্ষতি করে এবং ১৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ছাড়া গাড়ির ভেতরে থাকা নগদ ৫ লাখ টাকার ব্যাগও নিয়ে গেছে তারা।
এ নিয়ে জানতে চাইলে কাজী সরোয়ার জাহান বলেন, ‘জালাল ও হাকিম চেয়ারম্যানের উসকানিতে আমাদের বাড়িতে লুটপাট ও মালামাল ভাঙচুর করা হয়। আমাকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করে। কিন্তু বাইরে থাকায় আমার কিছু হয়নি। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি পুলিশ প্রশাসন ও স্থানীয় সাংসদ ক্যাপ্টেন তাজুল ইসলামের কাছে নিরাপদ আশ্রয় চাই।’
কাজী সরোয়ার জাহানের ভাই কাজী শাহীন বলেন, ‘আমরা বাড়ির ভেতরে বসেছিলাম। হঠাৎ একদল লোক বাড়িতে এসে আক্রমণ চালায় এবং বাড়ির কিছু সিসি ক্যামেরা ভেঙে ফেলে। আমরা আতঙ্কে লুকিয়ে ছিলাম এবং আমার বাচ্চারা অনেক ভয় পেয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করছি।’
রূপসদী ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘এসব ব্যাপারে আমি কোনো কিছু জানি না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেব।’
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হোগলাকান্দি গ্রামে আওয়ামী লীগ নেতা কাজী সারোয়ার জাহানের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে রুপসদী ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম মিয়া ও ছলিমাবাদ ইউপি চেয়ারম্যান মো. জালাল মিয়ার বিরুদ্ধে। কাজী সারোয়ার জাহানের অভিযোগ, তাঁকে হত্যার উদ্দেশ্যে ওই দুই চেয়ারম্যানের নির্দেশে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তবে বাড়িতে না থাকায় তিনি বেঁচে যান। অন্যদিকে রুপসদী ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম মিয়া ও ছলিমাবাদ ইউপি চেয়ারম্যান মো. জালাল মিয়া এ অভিযোগ অস্বীকার করেছেন।
কাজী সরোয়ারের পরিবার সূত্রে জানা গেছে, বেশকিছু সিসিটিভি ভেঙে ফেলা হয়েছে। অন্য সিসিটিভির ফুটেজ দেখা গেছে কবির খান, রাসেল হায়দার, বাদল, জালাল চেয়ারম্যানের ভাই মুক্তো মিয়া, ওয়াহিদ মেম্বার, ওয়াহিদ মেম্বারের ছেলে আল-আমিন এবং আরও ২৫-৩০ জন হামলায় জড়িত ছিলেন। সারোয়ার জাহানের ঘরের ভেতরে প্রবেশ করে প্রায় ৮ লাখ টাকার মালামাল ক্ষতি করে এবং ১৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ছাড়া গাড়ির ভেতরে থাকা নগদ ৫ লাখ টাকার ব্যাগও নিয়ে গেছে তারা।
এ নিয়ে জানতে চাইলে কাজী সরোয়ার জাহান বলেন, ‘জালাল ও হাকিম চেয়ারম্যানের উসকানিতে আমাদের বাড়িতে লুটপাট ও মালামাল ভাঙচুর করা হয়। আমাকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করে। কিন্তু বাইরে থাকায় আমার কিছু হয়নি। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি পুলিশ প্রশাসন ও স্থানীয় সাংসদ ক্যাপ্টেন তাজুল ইসলামের কাছে নিরাপদ আশ্রয় চাই।’
কাজী সরোয়ার জাহানের ভাই কাজী শাহীন বলেন, ‘আমরা বাড়ির ভেতরে বসেছিলাম। হঠাৎ একদল লোক বাড়িতে এসে আক্রমণ চালায় এবং বাড়ির কিছু সিসি ক্যামেরা ভেঙে ফেলে। আমরা আতঙ্কে লুকিয়ে ছিলাম এবং আমার বাচ্চারা অনেক ভয় পেয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করছি।’
রূপসদী ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘এসব ব্যাপারে আমি কোনো কিছু জানি না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেব।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪