Ajker Patrika

আ.লীগ নেতার বাড়ি ভাঙচুর ও লুটপাট

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ১১
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হোগলাকান্দি গ্রামে আওয়ামী লীগ নেতা কাজী সারোয়ার জাহানের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে রুপসদী ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম মিয়া ও ছলিমাবাদ ইউপি চেয়ারম্যান মো. জালাল মিয়ার বিরুদ্ধে। কাজী সারোয়ার জাহানের অভিযোগ, তাঁকে হত্যার উদ্দেশ্যে ওই দুই চেয়ারম্যানের নির্দেশে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তবে বাড়িতে না থাকায় তিনি বেঁচে যান। অন্যদিকে রুপসদী ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম মিয়া ও ছলিমাবাদ ইউপি চেয়ারম্যান মো. জালাল মিয়া এ অভিযোগ অস্বীকার করেছেন।

কাজী সরোয়ারের পরিবার সূত্রে জানা গেছে, বেশকিছু সিসিটিভি ভেঙে ফেলা হয়েছে। অন্য সিসিটিভির ফুটেজ দেখা গেছে কবির খান, রাসেল হায়দার, বাদল, জালাল চেয়ারম্যানের ভাই মুক্তো মিয়া, ওয়াহিদ মেম্বার, ওয়াহিদ মেম্বারের ছেলে আল-আমিন এবং আরও ২৫-৩০ জন হামলায় জড়িত ছিলেন। সারোয়ার জাহানের ঘরের ভেতরে প্রবেশ করে প্রায় ৮ লাখ টাকার মালামাল ক্ষতি করে এবং ১৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ছাড়া গাড়ির ভেতরে থাকা নগদ ৫ লাখ টাকার ব্যাগও নিয়ে গেছে তারা।

এ নিয়ে জানতে চাইলে কাজী সরোয়ার জাহান বলেন, ‘জালাল ও হাকিম চেয়ারম্যানের উসকানিতে আমাদের বাড়িতে লুটপাট ও মালামাল ভাঙচুর করা হয়। আমাকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করে। কিন্তু বাইরে থাকায় আমার কিছু হয়নি। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি পুলিশ প্রশাসন ও স্থানীয় সাংসদ ক্যাপ্টেন তাজুল ইসলামের কাছে নিরাপদ আশ্রয় চাই।’

কাজী সরোয়ার জাহানের ভাই কাজী শাহীন বলেন, ‘আমরা বাড়ির ভেতরে বসেছিলাম। হঠাৎ একদল লোক বাড়িতে এসে আক্রমণ চালায় এবং বাড়ির কিছু সিসি ক্যামেরা ভেঙে ফেলে। আমরা আতঙ্কে লুকিয়ে ছিলাম এবং আমার বাচ্চারা অনেক ভয় পেয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার দাবি করছি।’

রূপসদী ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘এসব ব্যাপারে আমি কোনো কিছু জানি না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত