Ajker Patrika

প্রথম হওয়া তাঁর নেশা

শফিকুর রহমান
প্রথম হওয়া তাঁর নেশা

উচ্চমাধ্যমিক পাস করে সম্মান শ্রেণিতে ভর্তির অপেক্ষায় আছেন। এটি কোনো চমকপ্রদ তথ্য নয় তাঁর সম্পর্কে। যে তথ্য আপনাকে চমকে দিতে পারে, সেটি হলো প্রতিযোগিতায় বিজয়ী হওয়া তাঁর নেশা! ইতিমধ্যে ৫০টির বেশি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। সব কটিতেই পুরস্কৃত হয়েছেন তিনি। বরিশালের অমৃত লাল দে মহাবিদ্যালয় থেকে এবার এইচএসসি পাস করেছেন। জেএসসি এবং এসএসসি বোর্ডবৃত্তি তাঁর ঝুলিতে। কেবল নিজে সফল হননি, অসংখ্যবার প্রতিনিধিত্ব করেছেন জেলা, বিভাগ কিংবা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের। মেধাবী এই তরুণের নাম অয়ন চক্রবর্তী। ইতিমধ্যে খ্যাতি পেয়েছেন ‘বরিশালের রত্ন’ হিসেবে।

প্রতিযোগিতা হবে আর সেখানে অয়ন অংশগ্রহণ করবেন না, আর অংশ নিলে পুরস্কার পাবেন না, এমন নজির নেই বললেই চলে। প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং পুরস্কার পাওয়ার বিষয়টি সুপ্রিম কোর্টের আইনজীবী সজল চক্রবর্তীর ছেলে অয়নের ‘ছোটবেলার অভ্যাস’। জীবনে প্রথম পুরস্কার পান এক হাজার টাকা। তখন তিনি প্রথম শ্রেণিতে পড়েন। পুরস্কারের টাকায় অয়ন গল্পের বই কিনেছিলেন।

এসব প্রতিযোগিতায় অনুপ্রেরণা জোগান শিক্ষিকা মনিকা রায়। ২০১৮ সালে অনুষ্ঠিত ‘অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’-এর জাতীয় রচনা প্রতিযোগিতায় সারা দেশে প্রথম হন। সেটা ছিল অয়নের বড় কোনো প্রতিযোগিতায় পাওয়া প্রথম পুরস্কার। তারপর বিভিন্ন অলিম্পিয়াড, রচনা, বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতা—কোনো কিছুই বাদ যায়নি। দ্য ডেইলি স্টারের ‘মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড’ এবং ‘বুক এম্পোরিয়াম বাংলাদেশ অলিম্পিয়াড’ তাঁর জ্ঞানভান্ডার সমৃদ্ধ করেছে বলে জানিয়েছেন যৌথ পরিবারে বড় হওয়া অয়ন চক্রবর্তী। অয়ন মনে করেন, নিজেকে শাণিত করার বড় উপায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ।

কখনো লাখের বেশি আবার কখনো লাখের কাছাকাছি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হওয়ার ইতিহাস আছে অয়নের। ২০২২ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতা’য় সোয়া লাখ প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ী হয়েছিলেন তিনি। এ ছাড়া চ্যানেল আইয়ের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-২০১৯ এর তৃতীয় দেশসেরা বাংলাবিদের খেতাব পেয়েছিলেন ৮৫ হাজার প্রতিযোগীর ভেতর থেকে। নিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাত থেকে বিজয়ীর পুরস্কার দুই লাখ টাকা।

অয়নের অংশ নেওয়া উল্লেখযোগ্য কিছু প্রতিযোগিতার মধ্যে রয়েছে বাংলাদেশ বিতর্ক সংসদ কর্তৃক আয়োজিত জাতীয় বিতর্ক উৎসব, জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, কবি নজরুল ইনস্টিটিউট আয়োজিত জাতীয় রচনা প্রতিযোগিতা, ইন্সপায়ারিং বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইন্সপায়ারিং বাংলাদেশ সামিট, দ্য ডেইলি স্টার মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড-২০২১, বুক এম্পোরিয়াম বাংলাদেশ অলিম্পিয়াড-২০২১ ইত্যাদি। এই প্রতিযোগিতাগুলোর বেশির ভাগেই অয়ন চক্রবর্তী প্রথম বা চ্যাম্পিয়ন হয়েছিলেন। জাতীয় পর্যায়ে বরিশালের সাফল্যজনক প্রতিনিধিত্বের স্বীকৃতি হিসেবে বরিশাল চেম্বার অব কমার্স কর্তৃক উৎসাহ সম্মাননা এবং এক লাখ টাকার মেধাবৃত্তি পান তিনি।

নেপথ্যের কারিগর হিসেবে অয়ন সব সময় বাবা-মাকে পাশে পেয়েছেন। এসব কিছুর পরেও অয়ন গল্প লেখেন। অনাথ শিশুদের সঙ্গে সময় কাটান। 

লেখক: সহকারী ব্যবস্থাপক, সেলস অপারেশনস, ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত