Ajker Patrika

কাটতে গিয়ে গাছ পড়ল ঘরের চালে

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১১: ১৯
কাটতে গিয়ে গাছ পড়ল ঘরের চালে

কাটার সময় বিশাল আকারের কড়ইগাছ পড়ে গিয়ে তিনটি আধা পাকা ঘর ও ঘরের টিনের চালা ভেঙে গেছে। গতকাল শনিবার বেলা ১১টায় গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের কাজিপাড়া এলাকায় হিরন কাজির বাড়িতে এ ঘটনা ঘটে। এতে ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি হিরন কাজির ।

গাছ কাটার শ্রমিক রাশিদ মিয়া বলেন, ‘আমরা বুঝতে পারি নাই যে গাছটি ঘরের ওপর পড়ে যাবে। আমাদের ভুলে আজ এত বড় ক্ষতি হয়ে গেছে।’

হিরন কাজি বলেন, ‘শ্রমিকেরা যখন গাছ কাটা শুরু করেছে তখন তাঁদের বারবার বলা হয়েছে গাছের ওপরের ডাল কেটে নেওয়ার জন্য। কিন্তু বলার পরও গাছের ডাল কাটেনি। আমার ঘরে ভাড়াটে ছিল, তারা দৌড়ে বের হওয়ার সময় কিছুটা আহত হয়েছে। ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। আমার ২০ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। আমি এর বিচার চাই।’

গাছের ব্যাপারী আব্দুল লতিফ বলেন, ‘ঘটনার সময় আমি গাজীপুরে ছিলাম। ঘটনাটি শোনার পর আমার বড় ভাই জয়নাল আবেদিন ঘটনাস্থলে গিয়েছেন। বিষয়টি নিয়ে বসে একটা সমাধান করে দেব।’

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, বিষয়টি তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার জানিয়েছেন। এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত