নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরীর সিএনজি চালিত অটোরিকশার চালক ও মালিকদের ডিজিটাল নিবন্ধনের আওতায় আনছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এতে প্রত্যেকের আলাদা কোড এসএমএস এবং নিউম্যারিক আইডি স্মার্ট ফোনে স্ক্যান করে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
নগরীতে অটোরিকশায় সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণে ‘আমার গাড়ি নিরাপদ’ নামে এই উদ্যোগ হাতে নিয়েছে সিএমপি। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনসে দপ্তরটির কার্যালয়ে এর উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
সিএমপি জানায়, এই কার্যক্রমের আওতায় চালক ও মালিকদের ডিজিটাল নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। এতে মালিক কোনো চালককে গাড়ি দেওয়ার আগে ভেরিফিকেশন কার্ড দেখে তাঁর সম্পর্কে নিশ্চিত হতে পারবে। চালকের পরিচিতি গাড়ির মালিকের পাশাপাশি যাত্রীরাও অবগত থাকবেন। আবার ভুল করে যাত্রীরা গাড়িতে কোনো মূল্যবান জিনিস ফেলে গেলেও তা পরবর্তীতে সহজেই উদ্ধার সম্ভব হবে।
কমিশনার সালেহ মোহাম্মদ বলেন, সিএনজি চালিত অটোরিকশায় সব ধরনের যাত্রীসহ নারী ও শিশুদের নিরাপদ বাহন হিসেবে গড়ে তুলতে ‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগ নিয়েছে সিএমপি। এর মাধ্যমে মহানগরী এলাকায় চলাচলরত বৈধ কাগজ সংবলিত সব সিএনজি চালিত অটোরিকশার মালিক ও ড্রাইভারদের নির্দিষ্ট ফরম পূরণ করার মাধ্যমে ভেরিফাইড করা হবে। মালিক ও ড্রাইভারদের সব তথ্য পুলিশ সার্ভারে জমা থাকবে। তাঁদের প্রত্যেককে আলাদা কোড ও নিউম্যারিক আইডি কার্ড দেওয়া হবে। যাত্রীরা স্মার্ট ফোনের মাধ্যমে গাড়িতে ঝোলানো প্রিন্ট কপিতে উল্লেখিত আইডি ও কোড স্ক্যান করে চালক এবং মালিকের ছবিসহ সব তথ্য জানতে পারবেন।
সিএমপি সূত্র জানায়, প্রাথমিকভাবে নগরীতে বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশ বক্সে স্থাপিত ৮টি বুথে সিএনজি অটোরিকশার মালিক ও চালকের নিবন্ধন সম্পন্ন হবে। এগুলো হচ্ছে টাইগারপাস, নিউ মার্কেট, বহাদ্দারহাট, জিইসি মোড়, বাদামতলী, অলংকার, মইজ্জারটেক ও সিমেন্ট ক্রসিং। নিবন্ধনের আগে গাড়ির মালিক ও চালকদের বৈধ কাগজ পত্র যাচাই করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমানসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।
নগরীর সিএনজি চালিত অটোরিকশার চালক ও মালিকদের ডিজিটাল নিবন্ধনের আওতায় আনছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এতে প্রত্যেকের আলাদা কোড এসএমএস এবং নিউম্যারিক আইডি স্মার্ট ফোনে স্ক্যান করে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
নগরীতে অটোরিকশায় সংঘটিত অপরাধ নিয়ন্ত্রণে ‘আমার গাড়ি নিরাপদ’ নামে এই উদ্যোগ হাতে নিয়েছে সিএমপি। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনসে দপ্তরটির কার্যালয়ে এর উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
সিএমপি জানায়, এই কার্যক্রমের আওতায় চালক ও মালিকদের ডিজিটাল নিবন্ধনের আওতায় আনা হচ্ছে। এতে মালিক কোনো চালককে গাড়ি দেওয়ার আগে ভেরিফিকেশন কার্ড দেখে তাঁর সম্পর্কে নিশ্চিত হতে পারবে। চালকের পরিচিতি গাড়ির মালিকের পাশাপাশি যাত্রীরাও অবগত থাকবেন। আবার ভুল করে যাত্রীরা গাড়িতে কোনো মূল্যবান জিনিস ফেলে গেলেও তা পরবর্তীতে সহজেই উদ্ধার সম্ভব হবে।
কমিশনার সালেহ মোহাম্মদ বলেন, সিএনজি চালিত অটোরিকশায় সব ধরনের যাত্রীসহ নারী ও শিশুদের নিরাপদ বাহন হিসেবে গড়ে তুলতে ‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগ নিয়েছে সিএমপি। এর মাধ্যমে মহানগরী এলাকায় চলাচলরত বৈধ কাগজ সংবলিত সব সিএনজি চালিত অটোরিকশার মালিক ও ড্রাইভারদের নির্দিষ্ট ফরম পূরণ করার মাধ্যমে ভেরিফাইড করা হবে। মালিক ও ড্রাইভারদের সব তথ্য পুলিশ সার্ভারে জমা থাকবে। তাঁদের প্রত্যেককে আলাদা কোড ও নিউম্যারিক আইডি কার্ড দেওয়া হবে। যাত্রীরা স্মার্ট ফোনের মাধ্যমে গাড়িতে ঝোলানো প্রিন্ট কপিতে উল্লেখিত আইডি ও কোড স্ক্যান করে চালক এবং মালিকের ছবিসহ সব তথ্য জানতে পারবেন।
সিএমপি সূত্র জানায়, প্রাথমিকভাবে নগরীতে বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশ বক্সে স্থাপিত ৮টি বুথে সিএনজি অটোরিকশার মালিক ও চালকের নিবন্ধন সম্পন্ন হবে। এগুলো হচ্ছে টাইগারপাস, নিউ মার্কেট, বহাদ্দারহাট, জিইসি মোড়, বাদামতলী, অলংকার, মইজ্জারটেক ও সিমেন্ট ক্রসিং। নিবন্ধনের আগে গাড়ির মালিক ও চালকদের বৈধ কাগজ পত্র যাচাই করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমানসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪