Ajker Patrika

গরু কিনতে ঋণ পাচ্ছে আড়াই হাজার পরিবার

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৩৯
গরু কিনতে ঋণ পাচ্ছে আড়াই হাজার পরিবার

গবাদিপশু পালন করে স্বাবলম্বী হওয়ার জন্য যশোরের মনিরামপুরে ২ হাজার ৫০০ পরিবারকে গরুর ঋণ দিচ্ছে সরকার।

দুটি ষাঁড় বা একটি গাভি কেনার জন্য ৮০ হাজার টাকা এবং গোখাদ্যের জন্য ২৫ হাজারসহ মোট ১ লাখ ৫ হাজার টাকা করে ঋণ পাবেন প্রতি পরিবার। উপজেলা সমবায় অফিসের মাধ্যমে ইতিমধ্যে উপকারভোগীদের তালিকা প্রস্তুতির কাজ শুরু হয়েছে। এ ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার মাধ্যমে ১৫ মাস পর ৩ শতাংশ সুদে ৪০ কিস্তিতে এ টাকা শোধ করতে হবে উপকারভোগীদের।

মনিরামপুর উপজেলা সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ‘দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে যশোর ও মেহেরপুর জেলায় সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পের আওতায় মনিরামপুরে ২ হাজার ৫০০ পরিবারকে ১ লাখ ৫ হাজার টাকা করে ঋণ দেওয়া হবে। উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে বড় ইউনিয়নগুলোতে ২০০ পরিবার এবং ছোট ইউনিয়নগুলোতে ১০০ পরিবার এ সুবিধা পাবেন।’

তারিকুল ইসলাম বলেন, ‘বড় ইউনিয়নের মধ্যে রয়েছে উপজেলার খেদাপাড়া, রোহিতা, ঝাঁপা, চালুয়াহাটি, শ্যামকুড়, খানপুর, দূর্বাডাঙা ও হরিদাসকাটি। আর ছোট ইউনিয়নের মধ্যে রয়েছে মনোহরপুর, নেহালপুর, কুলটিয়া, ঢাকুরিয়া, ভোজগাতী, মনিরামপুর সদর, কাশিমনগর, হরিহরনগর ও মশ্মিমনগর ইউনিয়ন।’

সমবায় কর্মকর্তা বলেন, ‘যে পরিবারে সরকারি চাকরিজীবী বা বিদেশে কর্মরত কেউ নেই, গরু পালনের মাধ্যমে যাঁরা অর্থনৈতিক পরিবর্তন আনতে চান, যেসব পরিবারের অর্থনৈতিক অবস্থা তেমন সচ্ছল নয় এবং যাঁরা কৃষি কাজের বা গরু পালনের সঙ্গে জড়িত তাঁরাই মূলত এই ঋণের আওতায় আসবেন।’

তারিকুল ইসলাম বলেন, ‘আমাদের খুলনা অফিসের মাধ্যমে তালিকা তৈরির জন্য মনিরামপুরে জরিপ চলছে। আগামী মার্চ মাসের মধ্যে তালিকা প্রস্তুতির কাজ শেষ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সিএমএইচে মাগুরার শিশুটির অবস্থা অপরিবর্তিত: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত