Ajker Patrika

সবার ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছে সরকার

নওগাঁ ও নিয়ামতপুর প্রতিনিধি
আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৯
সবার ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছে সরকার

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শুধু ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, সবার ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। ধর্ম-বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সবার সমান অধিকার থাকবে এ দেশে। শেখ হাসিনার সরকার সেটাই নিশ্চিত করে চলেছে।

গতকাল শনিবার দুপুরে নওগাঁর নিয়ামতপুর পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত জাতের গরু ও গোখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা চিন্তা করে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্য এটি অন্যতম। এই প্রকল্পের আওতায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। সরকারের এসব প্রণোদনা কাজে লাগাতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ করে সমাজ উন্নয়নে অবদান রাখতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।

এ সময় ইউএনও আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক উত্তম কুমার দাস, উপজেলার পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত